
প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “প্রার্থীদের কাছে অস্ত্র রাখা আচরণবিধির সঙ্গে বিরোধপূর্ণ নয়। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে আচরণবিধিতে পরিবর্তন আনা হতে পারে।”
তিনি আরও বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের পরিবেশ বিবেচনায় কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ইইউর সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি হয়েছে বলে জানান ইসি সচিব।
তিনি জানান, বাংলাদেশি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস (Kaja Kallas) আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন।
ইসি সচিব বলেন, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস (Ivars Ijabs)-কে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণের সময় কিছু কিছু এলাকায় স্থানীয় প্রোটোকল অনুসরণ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “পর্যবেক্ষকরা যেসব ইকুইপমেন্ট নিয়ে আসবেন, সেগুলোর ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম ও প্রোটোকল মানতে হবে।”

প্রার্থীদের অস্ত্র দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “প্রার্থীদের কাছে অস্ত্র রাখা আচরণবিধির সঙ্গে বিরোধপূর্ণ নয়। তবে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে আচরণবিধিতে পরিবর্তন আনা হতে পারে।”
তিনি আরও বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের পরিবেশ বিবেচনায় কমিশন প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ইইউর সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি হয়েছে বলে জানান ইসি সচিব।
তিনি জানান, বাংলাদেশি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের উচ্চ প্রতিনিধি ও ভাইস প্রেসিডেন্ট কাজা কাল্লাস (Kaja Kallas) আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন।
ইসি সচিব বলেন, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস (Ivars Ijabs)-কে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণের সময় কিছু কিছু এলাকায় স্থানীয় প্রোটোকল অনুসরণ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “পর্যবেক্ষকরা যেসব ইকুইপমেন্ট নিয়ে আসবেন, সেগুলোর ক্ষেত্রেও নির্ধারিত নিয়ম ও প্রোটোকল মানতে হবে।”

দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (জিএইচএ) হিসেবে বিমান যাত্রীদের ব্যাগেজ আরও নিরাপদ ও স্বচ্ছভাবে পরিচালনা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের আওতায় ব্যাগেজ পরিবহনে যুক্ত ট্রাফিক স্টাফদের ‘বডি ওর্ন ক্যামেরা’ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ গণমাধ্যমকে বলেন, ‘আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বেসরকারি স্কুলের লাখ লাখ শিক্ষার্থীকে এই প্রতিযোগিতা থেকে বাইরে রাখা হয়েছে। এটি আইনের পরিপন্থি। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন।’
৪ ঘণ্টা আগে
বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। চলবে ১৫ মার্চ পর্যন্ত।
৪ ঘণ্টা আগে
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এই সরকারের শুরুর প্রথম দিন থেকেই বলে আসছি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আমরা করতে চাই। এখন ভারত আমাদের এই পরামর্শ দিচ্ছে। গত ১৫ বছরে এখানে সুষ্ঠু নির্বাচন হয়নি। তখন তো ভারত কোনো কথা বলেনি। এখন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে ভারতের কাছ থেকে কোনো নসিহতের দরকার নে
৪ ঘণ্টা আগে