যা আছে ২৮ অনুচ্ছেদের জুলাই ঘোষণাপত্রে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৮: ৫৫
জুলাই ঘোষণাপত্র। প্রতীকী ছবি

জুলাই-আগস্ট অভ্যুত্থানে চূড়ান্ত বিজয় অর্জনের বর্ষপূর্তির দিনে ঘোষণা হলো বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশে রেখে এ ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে শুরু হয় প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ।

২৮ অনুচ্ছেদের জুলাই ঘোষণাপত্রে ১৯৪৭ সাল-পরবর্তী পাকিস্তানের অধীনে ২৩ বছরের শাসন-শোষণের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ অর্জন এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে। নব্বইয়ের গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতন ছাড়াও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলের বিভিন্ন অনিয়ম-দুর্নীতিসহ অধিকার লঙ্ঘনের কথা উঠে এসেছে।

ঘোষণাপত্রে বলা হয়েছে, দীর্ঘ পটভূমির পরিপ্রেক্ষিতে সেহেতু বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে।

বাংলাদেশের জনগণের ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অভিপ্রায়ের কথাও তুলে ধরা হয়েছে ঘোষণাপত্রে। বলা হয়েছে, পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে বলে মানুষ আশা করছে।

CA-Prof-Yunus-Declaring-July-Proclamation-01-Photo-05-08-2025

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

৫ আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো বলে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে।

পুরো ঘোষণাপত্রটি পড়ুন এখানে—

এর আগে বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠান মঞ্চে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করেই এই ঘোষণাপত্র প্রণয়ন করেছে সরকার। এটি পাঠও করা হয়েছে সবার উপস্থিতিতেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ঘোষণাপত্রটি কাজে আসবে। প্রধান উপদেষ্টাও একই প্রত্যাশার কথা জানিয়ে বলেছেন, ঘোষণাটি সংবিধানের তফসিলে সংযুক্ত হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওয়াটারএইড বাংলাদেশে কাজের সুযোগ, বেতন দুই লাখ ১০ হাজার

৫ ঘণ্টা আগে

চাঁদাবাজির মামলায় এনসিপি নেতাসহ কারাগারে ৪

এর আগে ৩০ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের দুইদিনের রিমান্ডের আদেশ দেন। এদিন অপর আসামি মো. শাহিন হোসেনকে (৩৮) প্রয়োজনবোধে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এর আগে ২৯ সেপ্টেম্বর আসামিদের কারাগারে পাঠান আদালত।

৬ ঘণ্টা আগে

গ্রিন ইউনিভার্সিটিতে অফিসার পদে কাজের সুযোগ

৬ ঘণ্টা আগে

হজযাত্রীর কোটা পূরণ নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

চিঠিতে আরো বলা হয়, এরইমধ্যে ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ ঘোষণা করা হয়েছে। কোটা পূরণ এবং হজ প্যাকেজ ও গাইডলাইনের নির্দেশনার আলোকে এজেন্সিগুলোর জরুরি ভিত্তিতে সমন্বয় করে লিড গঠন করা প্রয়োজন। ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ এর অনুচ্ছেদ ১৩ (২) ও (৩) অনুযায়ী লিড এজেন্সির সঙ্গে সমন্বয়কারী সব এজেন্সি একই ধর

৭ ঘণ্টা আগে