কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশনে

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৮: ৩৮
উপাচার্যের পদত্যাগের এক দাবিতে সোমবার আমরণ অনশন শুরু করেছেন কুয়েট শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন।

সোমবার (২১ এপ্রিল) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে কুয়েট শিক্ষার্থীরা অনশনে বসেন। এর আগে রোববার (২০ এপ্রিল) দেওয়া ২৪ ঘণ্টার আল্টিমেটাম সোমবার বিকেল ৩টায় শেষ হয়।

কুয়েট শিক্ষার্থীরা বলছেন, শিক্ষার্থীদের ওপর হামলা হলেও উপাচার্য নিরাপত্তা দিতে পারেননি। বরং শিক্ষার্থীদের নামে বহিরাগতরা মামলা করেছেন। আবার যে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে হামলাকারীর চেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীর সংখ্যাই বেশি। সরকারও উপাচার্যকে অপসারণের দাবি পূরণ করেনি। তাই তারা আমরণ অনশনে বসতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থীরা জানান, ওয়েলফেয়ার সেন্টারের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অবস্থান করছিলেন। তারা শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা ভিসি পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে জানিয়ে দেন।

এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলন করে চলমান সব সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করা হবে বলে জানিয়েছেন পরিচালক (ছাত্র কল্যাণ) দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ ইলিয়াছ আক্তার। সংবাদ সম্মেলনে পরিচালক (ছাত্র কল্যাণ) দফতরের উপপরিচালক ও সহকারী পরিচালক এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক আব্দুল্লাহ ইলিয়াছ বলেন, ছাত্রদের সঙ্গে আলোচনা চলছে। আমরা তাদের নিয়ে বসেছি। তারা তাদের সমস্যার জায়গাগুলো আমাদের জানাবে। তাদের সব সমস্যা যেন দ্রুত সমাধান করা যায়, সে লক্ষ্যে ছাত্র-শিক্ষকদের মধ্যে আলোচনা চলছে।

অধ্যাপক আব্দুল্লাহ ইলিয়াছ আরও বলেন, ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এটি কিন্তু চূড়ান্ত বহিষ্কার নয়। ছাত্রশৃঙ্খলা কমিটি বসবে। যেসব ছাত্রদের সাময়িক বহিস্কার করা হয়েছে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। নিরপরাধ কেউ যেন কোনো শাস্তির মুখোমুখি না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষার্থীদের ক্ষোভের সূত্রপাত গত ১৮ ফেব্রুয়ারি। সে দিন কুয়েটে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের একাংশের দাবি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে সাধারণ ছাত্রদের বিক্ষোভ মিছিলে ছাত্রদল বহিরাগতদের নিয়ে হামলা করেছে।

একই ঘটনায় ছাত্রদলের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র শিবির হামলা করেছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বললেও সাধারণ ছাত্রদের নাম ভাঙিয়ে এই দুটি সংগঠন রাজনীতি করছে।

ওই ঘটনার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ক্লাস বর্জন করেন। ওই সময় তারা উপাচার্য, উপউপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ এবং ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দাবিতে আন্দোলন করেন। ধীরে ধীরে তাদের সেই আন্দোলন উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নিয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৫ জেলার ওপর দিয়ে আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝড় বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

৩ ঘণ্টা আগে

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক এলাকার একটি বাসায় কয়েল ধরানোর সময় গ‍্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারী-শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

৩ ঘণ্টা আগে

সেপটিক ট্যাংকে ফোন তুলতে নেমে প্রাণ গেল ৪ তরুণের

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

৪ ঘণ্টা আগে

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ৩

রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে উল্টে গেছে। এতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

৪ ঘণ্টা আগে