মিরপুরে পোশাক কারখানায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৪ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ দিন সকাল সাড়ে ১১টার দিকে মিরপুরের ওই দুই প্রতিষ্ঠানে আগুন লাগে। এর মধ্যে পোশাক কারখানা থেকে অন্তত ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সেখানে এখনো তল্লাশি চলছে।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, এ দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এ শোকের সময়ে তাদের পরিবারের পাশে আছি।

প্রধান উপদেষ্টা অগ্নিদগ্ধ ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা দিতেও নির্দেশ দিয়েছেন।

পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত
পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস জানিয়েছে, মিরপুরের ওই কারখানার আগুন বিকেল নাগাদ নিয়ন্ত্রণে এসেছে। তবে রাসায়নিকের গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট গুদামের আগুন নিয়ন্ত্রণ এবং কারখানার আগুন পুরোপুরি নেভানো ও তল্লাশির কাজ করছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক পদ থেকে আফসানা বেগমকে অব্যাহতি

প্রজ্ঞাপনে বলা হয়, ‘গত ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখের প্রজ্ঞাপনমূলে জাতীয় গ্রন্থকেন্দ্র-এর পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগকৃত আফসানা বেগম-এর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।’

৩ ঘণ্টা আগে

৮ জেলায় ‘ই-বেইলবন্ড’ উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা বলেন, এর আগে দশ থেকে বারো ধাপ পার হয়ে জামিন পেতেন আসামিরা। এতে মানুষের টাকা খরচ হতো এবং ভোগান্তি হতো। তাছাড়া এই প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লাগতো। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন তার রেকর্ড থাকবে। ফলে চাইলেও কেউ এটাকে দীর্ঘায়িত করতে পারবে না।

৪ ঘণ্টা আগে

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখার লাবিবা

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ ‘গ’ গ্রুপে দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী লাবিবা মোয়াজ্জামা লাবিবা বিনতে হামিদ। লাবিবা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

৪ ঘণ্টা আগে

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

প্রতীক পাওয়ার পর ডা. তাসনিম জারা তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি ফুটবল প্রতীক পেয়েছি। আগামীকাল থেকে আমরা আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নামবো। সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং এলাকার উন্নয়নে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি মাঠে থাকবো।"

৫ ঘণ্টা আগে