সাংবাদিকদের জন্য নতুন ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি ডিইউজের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২২: ৩৯

সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের জন্য নতুন ওয়েজবোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সংগঠনটির সভাপতি সাজ্জাদ আলম খান তপু আজ বৃহস্পতিবার ডিইউজের নির্বাহী পরিষদের সভায় এ দাবি জানান। তিনি বলেন, ৫ বছর পর পর ওয়েজবোর্ড রোয়েদাদ গঠনের বাধ্যবাধকতা রয়েছে। ইতিমধ্যে সে সময় পার হয়েছে। কিন্তু কোন ধরনের উদ্যোগ দেখছি না। নিত্যপণ্য ও সেবা মূল্য বিবেচনায় অবিলম্বে মহার্ঘভাতা ঘোষণার দাবিও জানান তিনি।

বক্তব্যের শুরুতেই ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, অনেক নারী সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন। কেউ কেউ লাঞ্ছিত হচ্ছেন। এ অবস্থা বৈরী পরিবেশ তৈরি করছে; যা মেনে নেওয়া যায় না।

সভায় অলোচনায় অংশ নেন কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক মো. শাহজাহান স্বপন, নির্বাহী পরিষদ সদস্য সাজেদা হক, অনজন রহমান, মুস্তফা মনওয়ার সুজন, দৈনিক করোতোয়ার ইউনিট চিফ মো. মিজানুর রহমান প্রমুখ।

এদিকে সভায় বগুড়া, নাটোর ও ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানানো হয়েছে। উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দুর্বৃত্তরা ভীতিকর পরিবেশ তৈরি করতে নির্যাতনে পথ বেছে নিয়েছে। যা স্বাধীন সংবাদ প্রবাহকে বাধাগ্রস্থ করছে। দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের জন্যে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ কালো কালিতে লেখা হলেও মূলত এটি লেখা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের রক্ত দিয়ে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে গণভোটে হ্যাঁ বলতে হবে।

৪ ঘণ্টা আগে

হাসিনা-কাদের-নিজামসহ ১৭১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মামলার বাদি পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঞা বলেন, মামলায় ১৫৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাত ৬৫ জনসহ ২২১ জনকে অভিযুক্ত করা হয়। এরমধ্যে তদন্তে ঘটনায় সংশ্লিষ্টতা না থাকায় ১০ জনকে অব্যহতি দেওয়া হয়। এরই মধ্যে ৫১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

১৫ ঘণ্টা আগে

পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৭২ জন

ইসি সচিব বলেন, আজ ১০০ জন প্রার্থী ইসি আপিল করেছিল, আমরা ৭২ জনের আবেদন মঞ্জুর করেছি। এছাড়া ১৭ জনের আপিল আবেদন নামঞ্জুর করা হয়েছে। ১০ জনের আপিল আবেদন পেন্ডিং আছে। ৫ দিনে মোট ৩৮০ জন প্রার্থী ইসিতে আবেদন করেছিল। এর মধ্যে ২৭৭ জন প্রার্থীর আবেদন মঞ্জুর করা হয়েছে। এছাড়া ৮১টি আবেদন বাতিল করা হয়েছে। বাকিগুলো

১৭ ঘণ্টা আগে

আবু সাঈদ হত্যা মামলায় যুক্তিতর্ক শুরু ২০ জানুয়ারি

এদিন সকালে এ মামলায় জবানবন্দি দেয়া তদন্ত কর্মকর্তা রুহুল আমিনকে পুনঃপরীক্ষা করেন প্রসিকিউশন। পরে তাকে জেরা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামের আইনজীবী আমিনুল গণি টিটো। তবে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সকালে তারিখ নির্ধারণ করেননি ট্রাইব্যুনাল।

১৭ ঘণ্টা আগে