
প্রতিবেদক, রাজনীতি ডটকম

এ বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, ওই নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের নবম কমিশন সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার জানান, ভোটের দুই মাস আগে তফসিল এবং রমজানের আগেই নির্বাচনের পর নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের সুযোগ দেওয়ার বিষয় আছে বলে জানান ইসি সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দুই মাস, অর্থাৎ ৬০ দিন আগে আগে ঘোষণা আসবে। সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বর মাসের প্রথমার্ধে আসবে বলে ধরে নেওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, রোজা যদি হয় (ফেব্রুয়ারির) ১৮ তারিখ, তাহলে তার আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দুই-চারদিন সময় দিতে হবে।
এ দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নবম কমিশন সভা অনুষ্ঠিত হয়। এ সভাতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি ২০২৫ চূড়ান্ত হয়েছে।
কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগের বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের কাছে শুধু সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট। প্রবাসীরা ভোট দেবেন প্রতীকে। ভোট দেওয়ার পর তা পোস্টালের মাধ্যমে ফেরত আসবে। নিবন্ধনের জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে।
দেশে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ইন-কান্ট্রি ভোটিংয়ের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ভোট ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তি ও আইনি হেফাজতে বা কারাগারে থাকা ব্যক্তিরা অনলাইলে নিবন্ধন করে পোস্টালের মাধ্যমে ভোট দিতে পারবেন।
সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন পদ্ধতিতে প্রবাসী ভোটারদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের পোস্টাল ভোটে ৫০০ টাকা খরচ হতে পারে। প্রতি এক লাখ ভোটে খরচ হতে পারে ছয় থেকে সাত কোটি টাকা।
৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, অপব্যবহারের শঙ্কা থেকেই নির্বাচনে এআইয়ের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনে ড্রোনের ব্যবহারও নিষিদ্ধ থাকবে। পাশাপাশি নির্বাচনের সময় ইন্টারনেটের সেবায় ইসি কোনো বিঘ্ন ঘটাতে চায় না বলে জানান তিনি।

এ বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, ওই নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের নবম কমিশন সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার জানান, ভোটের দুই মাস আগে তফসিল এবং রমজানের আগেই নির্বাচনের পর নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের সুযোগ দেওয়ার বিষয় আছে বলে জানান ইসি সানাউল্লাহ।
ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দুই মাস, অর্থাৎ ৬০ দিন আগে আগে ঘোষণা আসবে। সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বর মাসের প্রথমার্ধে আসবে বলে ধরে নেওয়া যেতে পারে।
তিনি আরও বলেন, রোজা যদি হয় (ফেব্রুয়ারির) ১৮ তারিখ, তাহলে তার আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দুই-চারদিন সময় দিতে হবে।
এ দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নবম কমিশন সভা অনুষ্ঠিত হয়। এ সভাতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি ২০২৫ চূড়ান্ত হয়েছে।
কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগের বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের কাছে শুধু সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট। প্রবাসীরা ভোট দেবেন প্রতীকে। ভোট দেওয়ার পর তা পোস্টালের মাধ্যমে ফেরত আসবে। নিবন্ধনের জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে।
দেশে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ইন-কান্ট্রি ভোটিংয়ের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ভোট ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তি ও আইনি হেফাজতে বা কারাগারে থাকা ব্যক্তিরা অনলাইলে নিবন্ধন করে পোস্টালের মাধ্যমে ভোট দিতে পারবেন।
সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন পদ্ধতিতে প্রবাসী ভোটারদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের পোস্টাল ভোটে ৫০০ টাকা খরচ হতে পারে। প্রতি এক লাখ ভোটে খরচ হতে পারে ছয় থেকে সাত কোটি টাকা।
৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, অপব্যবহারের শঙ্কা থেকেই নির্বাচনে এআইয়ের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনে ড্রোনের ব্যবহারও নিষিদ্ধ থাকবে। পাশাপাশি নির্বাচনের সময় ইন্টারনেটের সেবায় ইসি কোনো বিঘ্ন ঘটাতে চায় না বলে জানান তিনি।

একই সঙ্গে নির্বাচনী নিরাপত্তা দায়িত্ব পালনের লক্ষ্যে মাঠ পর্যায়ের সদস্যদের যাচাইকরণ তালিকা হালনাগাদ, এভিএমআইএস সফটওয়্যারে তথ্য সংযোজন, নির্বাচনী মহড়া এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।
৩ ঘণ্টা আগে
গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
বুধবার এক বিজ্ঞপ্তিতে আজ থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা।
৪ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং তিনজন নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তাসহ (আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা) মোট ৬৯ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে