আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল: ইসি সানাউল্লাহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নবম কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

এ বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানিয়েছেন, ওই নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের নবম কমিশন সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার জানান, ভোটের দুই মাস আগে তফসিল এবং রমজানের আগেই নির্বাচনের পর নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের সুযোগ দেওয়ার বিষয় আছে বলে জানান ইসি সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের দুই মাস, অর্থাৎ ৬০ দিন আগে আগে ঘোষণা আসবে। সেক্ষেত্রে ঘোষণাটি ডিসেম্বর মাসের প্রথমার্ধে আসবে বলে ধরে নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, রোজা যদি হয় (ফেব্রুয়ারির) ১৮ তারিখ, তাহলে তার আগে নতুন সরকারকে ক্ষমতা গ্রহণের জন্য দুই-চারদিন সময় দিতে হবে।

এ দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুপুর ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নবম কমিশন সভা অনুষ্ঠিত হয়। এ সভাতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি ২০২৫ চূড়ান্ত হয়েছে।

কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফ ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগের বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের কাছে শুধু সিম্বল ব্যালট যাবে, সেটাই হবে তাদের পোস্টাল ব্যালট। প্রবাসীরা ভোট দেবেন প্রতীকে। ভোট দেওয়ার পর তা পোস্টালের মাধ্যমে ফেরত আসবে। নিবন্ধনের জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে।

দেশে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ইন-কান্ট্রি ভোটিংয়ের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারী, ভোট ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তি ও আইনি হেফাজতে বা কারাগারে থাকা ব্যক্তিরা অনলাইলে নিবন্ধন করে পোস্টালের মাধ্যমে ভোট দিতে পারবেন।

সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন পর্যায়ে ও বিভিন্ন পদ্ধতিতে প্রবাসী ভোটারদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের পোস্টাল ভোটে ৫০০ টাকা খরচ হতে পারে। প্রতি এক লাখ ভোটে খরচ হতে পারে ছয় থেকে সাত কোটি টাকা।

৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। তিনি আরও জানান, অপব্যবহারের শঙ্কা থেকেই নির্বাচনে এআইয়ের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনে ড্রোনের ব্যবহারও নিষিদ্ধ থাকবে। পাশাপাশি নির্বাচনের সময় ইন্টারনেটের সেবায় ইসি কোনো বিঘ্ন ঘটাতে চায় না বলে জানান তিনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুজব ও অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অপরিহার্য : তথ্য সচিব

সচিব জানান, প্রান্তিক মানুষকে গণভোট সম্পর্কে অবহিত করতে মাল্টিমিডিয়া ব্যবহার করে ৬৪ জেলায় ৪৯৫ উপজেলায় ভোটালাপ উঠান বৈঠক ও টেনমিনিট ব্রিফ করছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। মোবাইলফোন ব্যবহার করে গণভোটের নিয়ম শেখাচ্ছেন তথ্যআপা।

৬ ঘণ্টা আগে

পাবনা-১ ও ২ আসনের ভোট স্থগিতের খবর সঠিক নয় : ইসি

গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ স্থগিত করেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভ

৬ ঘণ্টা আগে

পাঁচ জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ

এদিকে চট্টগ্রামের কর্ণফুলীতে গাড়ির ধাক্কায় মো. আলী আব্বাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পিএবি সড়কের কর্ণফুলী উপজেলার দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৭ ঘণ্টা আগে

খালেদা জিয়া সাংবাদিক হিসেবে আমাকে পছন্দ করতেন: আইন উপদেষ্টা

আমি অনেক আগে থেকে বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলাম। তিনি সাংবাদিক হিসেবে আমাকে পছন্দ করতেন বলে জানিয়েছেন আইন, ক্রীড়া ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।

৯ ঘণ্টা আগে