অগ্নিদগ্ধ পোশাক কারখানায় মিলল ৯ মরদেহ, এখনো তল্লাশি চলছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১৯: ৫৮
মঙ্গলবার মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানায় আগুন লাগে। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি রূপনগর এলাকায় আগুন লাগা পোশাক কারখানা থেকে অন্তত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানায় এখনো তল্লাশি চলমান রয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ‘আনোয়ার ফ্যাশন’ নামে ওই পোশাক কারখানায় আগুন লাগে। ওই কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

একই সঙ্গে পাশে কসমিক ফার্মা নামে একটি রাসায়নিকের গুদামেও আগুন লেগেছিল। পোশাক কারখানার আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এলেও ওই গুদামের আগুন নেভাতে এখনো ফায়ার সার্ভিস কাজ করছে বলে জানিয়েছে।

বিকেলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, তল্লাশি অভিযান এখনো চলছে। পাশের যে রাসায়নিকের গুদাম আছে, সেখানে এখনো আগুন জ্বলছে। এটি খুবই ঝুঁকিপূর্ণ। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, ড্রোন দিয়ে অগ্নিনির্বাপণের কাজ করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুনের উৎস বা সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি। যারা শুরুতে আগুন নেভাতে এসেছেন, তারা রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানার দুই দিকেই আগুন দেখেছেন।

পরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, অগ্নিদগ্ধ পোশাক কারখানা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো স্তূপ আকারে ছিল। তাদের মধ্যে কতজন নারী বা কতজন পুরুষ, সে তথ্য এখনো জানা সম্ভব হয়নি।

তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের আরও বলেন, যতটুকু জেনেছি, একে আলম কেমিকেল ফ্যাক্টরি বলে সবাই চেনে। যতটুকু শুনেছি, এর অনুমোদান নাই। যাচাই করে তদন্তের পর সুনির্দিষ্টভাবে বলতে পারব। এখানকার মালিকের কোনো মোবাইল ফোন অথবা কোনো কর্মচারী বা ম্যানেজার কাউকেই পাওয়া যাচ্ছে না। কারখানার কাউকেও পাওয়া যাচ্ছে না।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক কারখানার নিচতলায় ‘ওয়াশ ইউনিট’ থেকে আগুনের সূত্রপাত। সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে লাগোয়া রাসায়নিকের গুদামে। সেখানে মুহুর্মুহু বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে আগুন পোশাক কারখানার তিন তলার সবখানে ছড়িয়ে পড়ে।

এর আগে আগুন লাগার খবর পেয়ে সকাল ১১টা ৩৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়। পরে একে একে ফায়ার সার্ভিসের আরও সাতটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। তাতেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে ইউনিট বাড়িয়ে ১২টি করা হয়।

ঘটনাস্থলে কর্মরত ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বিকেল ৪টা নাগাদ পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সময় থেকে আগুন আর ছড়ায়নি। এখন কারখানায় ডাম্পিং বা আগুন পুরোপুরি নেভানোর পাশাপাশি তল্লাশি চলছে।

অন্যদিকে রাসায়নিক গুদামের আগুন এখনো নিয়ন্ত্রণে আনাই সম্ভব হয়নি। বিভিন্ন রাসায়নিকের বিস্ফোরণের কারণে গোটা এলাকা এখনো ঝুঁকির মধ্যে আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কমপক্ষে ৩০০ গজ দূরত্ব বজায়ে রাখতে অনুরোধ করেছে ফায়ার সার্ভিস।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ ওএসডি

গত সোমবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিতে এক বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়। ডিজি পদে নিয়োগ দিতে এক বিজ্ঞপ্তিকে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদে

৮ ঘণ্টা আগে

মিরপুরে পোশাক কারখানায় প্রাণহানিতে প্রধান উপদেষ্টার শোক

প্রধান উপদেষ্টা বলেন, এ দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এ শোকের সময়ে তাদের পরিবারের পাশে আছি।

৯ ঘণ্টা আগে

ডেঙ্গু কাড়ল আরও ৫ প্রাণ, হাসপাতালে ভর্তি ৮৪১

মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯

৯ ঘণ্টা আগে

রূপায়ণ সিটি উত্তরায় নিয়োগ, পদসংখ্যা ১০

১৩ ঘণ্টা আগে