কুয়েটে ক্লাস শুরু মঙ্গলবার, শিক্ষক-প্রশাসন একমত

খুলনা ব্যুরো
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)

দীর্ঘ প্রায় ছয় মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ক্লাস শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই)। শিক্ষক-প্রশাসনের আলোচনার পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তিন মাসের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করলে উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ক্লাস শুরুর নির্দেশ দেন।

সোমবার (২৭ জুলাই) সকালে শিক্ষক সমিতি আন্দোলন স্থগিতের ঘোষণা দেয় এবং দুপুরে নবনিযুক্ত উপাচার্য ক্লাস শুরুর আদেশ জারি করেন। এর আগে তিনি গত দুদিন ধরে শিক্ষক সমিতি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়দের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, নবনিযুক্ত উপাচার্যের আশ্বাসে আমরা তিন মাসের জন্য আন্দোলন স্থগিত করেছি। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিলে শিক্ষকরা ক্লাসে যোগ দেবেন।

উপাচার্য ড. মাকসুদ হেলালী বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তদন্ত কার্যক্রম ও একাডেমিক কার্যক্রম একসঙ্গে চলবে। তাই মঙ্গলবার থেকে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে ছাত্রদল নেতাকর্মী ও বহিরাগতদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই রাতেই হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগে তৎকালীন উপাচার্যসহ কয়েক শিক্ষককে লাঞ্ছিত করেন শিক্ষার্থীরা।

এই ঘটনার পর ২৫ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। এরপর ৪ মে থেকে শিক্ষক সমিতি ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে। দীর্ঘ এই অচলাবস্থার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার আবারও সচল হচ্ছে কুয়েটের একাডেমিক কার্যক্রম।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জবানবন্দি শেষে ক্ষমা চেয়েছেন রাজসাক্ষী শেখ আবজালুল হক

জুলাই গণঅভ্যুত্থানে চব্বিশের ৫ আগস্ট আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবারসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন রাজসাক্ষী শেখ আবজালুল হক।

৬ ঘণ্টা আগে

নির্বাচনকে শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা কামনা প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্ত, উৎসবের রঙে ভরপুর এবং সকলের অংশগ্রহণমূলক করতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা অপরিহার্য। তিনি নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা কামনা করেছেন।

৬ ঘণ্টা আগে

ঘরে বসেই মেট্রোরেলের এমআরটি পাস রিচার্জ

রিচার্জের পর টাকা না ব্যবহৃত থাকলে তা তিন মাস পর্যন্ত বৈধ থাকবে। যদি যাত্রী স্পর্শ না করেন, তাহলে ১০% সার্ভিস চার্জ কেটে রিচার্জ করা টাকা ফেরত নেওয়া যাবে।

৬ ঘণ্টা আগে

‘নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের প্রতিরোধ গড়তে হবে’

শারমীন এস মুরশিদ বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে যে বয়সের ছেলে-মেয়েদের দেখেছিলাম, ২৪ এর যুদ্ধে আবার সেই তরুণ ছেলে-মেয়েদেরকে রাস্তায় খুব কাছে থেকে তোমাদের পাশে থেকে দেখলাম।

৬ ঘণ্টা আগে