৩২ নম্বরে ফুল দিতে যাওয়া রিকশাচালক জুলাই আন্দোলনের মামলায় কারাগারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৩: ০৭
কারাগারে রিকশাচালক আজিজুর। ছবি: সংগৃহীত

গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার ও পরে গ্রেপ্তার রিকশাচালক আজিজুর রহমানকে জুলাই আন্দোলনের সময়কার হত্যাচেষ্টার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠিয়েছেন বিচারক।

শনিবার (১৬ আগস্ট) ঢাকার মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন শুনানি নিয়ে ওই রিকশাচালককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ দিন আজিজুরকে শনিবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান।

আদালতে আজিজুরের পক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে আজিজুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে এ ঘটনায় গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আজিজুর রহমানকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক। প্রকৃতপক্ষে তাকে ধানমন্ডি থানায় এপ্রিল মাসে দায়ের করা দণ্ডবিধির নিয়মিত একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এপ্রিল মাসের কত তারিখে দায়ের করা কোন মামলায় আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এর আগে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল নিয়ে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানোর চেষ্টা করেন রিকশাচালক আজিজুর। এ সময় তিনি মারধরের শিকার হন। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

ধানমন্ডি ৩২ নম্বরে মারধর করে আজিজুরকে যখন পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছিল ওই সময় আজিজুর বলছিলেন, আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি। তাই এসেছিলাম। আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে ফেরাতে আসিনি। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তাই আমার হালাল টাকা দিয়ে কেনা ফুল নিয়ে এসেছি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আ.লীগের কর্মসূচি মোকাবিলায় কঠোর হুঁশিয়ারি প্রেসসচিবের

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজপথের কর্মসূচি কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

৫ ঘণ্টা আগে

লতিফ সিদ্দিকীর জামিন বহাল, মুক্তিতে নেই বাধা

রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

৬ ঘণ্টা আগে

সিদ্ধান্ত বদল প্রাথমিক শিক্ষকদের, ফের কর্মবিরতি ঘোষণা

কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়ার পর মধ্যরাতে সিদ্ধান্ত বদল করেছেন আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোমবারও (১০ নভেম্বর) সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে। পাশাপাশি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অব

৬ ঘণ্টা আগে

টালবার্গ গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডের চূড়ান্ত তালিকায় উমামা ও তিথি

যুক্তরাষ্ট্রভিত্তিক টালবার্গ ফাউন্ডেশনের গ্লোবাল লিডারশিপ পুরস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। বৈশ্বিক পর্যায়ে উদীয়মান তরুণ নেতৃত্বের স্বীকৃতি হি

৭ ঘণ্টা আগে