
প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড সাজায় শহিদরা ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। পাশাপাশি রায়ের সাজা কার্যকর করতে আইনিভাবে যা যা করা সম্ভব, রাষ্ট্র সেগুলো করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবে শহিদদের মামলায় শহিদরা ন্যায়বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায়বিচার পেয়েছে। সে ন্যায়বিচারের মানদণ্ড হলো মামলার দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি আদালতের সামনে নিজেকে রাজসাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন, আদালত সার্বিক বিবেচনায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।
আসাদুজ্জামান আরও বলেন, এ রায়ের মাধ্যমে শহিদদের প্রতি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি ও আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধে এ রায় একটি যুগান্তকারী রায়। এ রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি একটি বার্তা।
রায় বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। আইনসঙ্গত নয়, এমন কোনো পথ সরকার অবলম্বন করবে না।
শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ কেবল বাংলাদেশে না, বিশ্বের কোথাও আছে বলে আমার জানা নেই।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশ সরকার আইনসম্মতভাবে যতগুলো পদক্ষেপ আছে সবগুলোই নেবে বলে আমরা মনে করি। সরকার রায়ের কপি পাওয়ার পর রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবে, কী পদক্ষেপ নেবে, সরকার সেটা আইনি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।
এর আগে জুলাইয়ের এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার আরেক আসামির বিরুদ্ধে একই অভিযোগ প্রমাণিত হলেও তিনি ‘রাজসাক্ষী’ হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করতে বলেছেন ট্রাইব্যুনাল। তাদের এসব সম্পদ বিক্রি করে জুলাই শহিদ ও জুলাইয়ে আহতসহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
রায় বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। আইনসঙ্গত নয়, এমন কোনো পথ সরকার অবলম্বন করবে না।
শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ কেবল বাংলাদেশে না, বিশ্বের কোথাও আছে বলে আমার জানা নেই।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশ সরকার আইনসম্মতভাবে যতগুলো পদক্ষেপ আছে সবগুলোই নেবে বলে আমরা মনে করি। সরকার রায়ের কপি পাওয়ার পর রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবে, কী পদক্ষেপ নেবে, সরকার সেটা আইনি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড সাজায় শহিদরা ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। পাশাপাশি রায়ের সাজা কার্যকর করতে আইনিভাবে যা যা করা সম্ভব, রাষ্ট্র সেগুলো করবে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবে শহিদদের মামলায় শহিদরা ন্যায়বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায়বিচার পেয়েছে। সে ন্যায়বিচারের মানদণ্ড হলো মামলার দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি আদালতের সামনে নিজেকে রাজসাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন, আদালত সার্বিক বিবেচনায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন।
আসাদুজ্জামান আরও বলেন, এ রায়ের মাধ্যমে শহিদদের প্রতি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি ও আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধে এ রায় একটি যুগান্তকারী রায়। এ রায় প্রশান্তি আনবে। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায়বিচার ও আইনের শাসনের প্রতি একটি বার্তা।
রায় বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। আইনসঙ্গত নয়, এমন কোনো পথ সরকার অবলম্বন করবে না।
শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ কেবল বাংলাদেশে না, বিশ্বের কোথাও আছে বলে আমার জানা নেই।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশ সরকার আইনসম্মতভাবে যতগুলো পদক্ষেপ আছে সবগুলোই নেবে বলে আমরা মনে করি। সরকার রায়ের কপি পাওয়ার পর রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবে, কী পদক্ষেপ নেবে, সরকার সেটা আইনি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।
এর আগে জুলাইয়ের এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড সাজা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার আরেক আসামির বিরুদ্ধে একই অভিযোগ প্রমাণিত হলেও তিনি ‘রাজসাক্ষী’ হওয়ায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাশাপাশি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করতে বলেছেন ট্রাইব্যুনাল। তাদের এসব সম্পদ বিক্রি করে জুলাই শহিদ ও জুলাইয়ে আহতসহ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।
রায় বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। আইনসঙ্গত নয়, এমন কোনো পথ সরকার অবলম্বন করবে না।
শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন কি না— জানতে চাইলে তিনি বলেন, পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ কেবল বাংলাদেশে না, বিশ্বের কোথাও আছে বলে আমার জানা নেই।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশ সরকার আইনসম্মতভাবে যতগুলো পদক্ষেপ আছে সবগুলোই নেবে বলে আমরা মনে করি। সরকার রায়ের কপি পাওয়ার পর রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবে, কী পদক্ষেপ নেবে, সরকার সেটা আইনি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এ ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ ও ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার সামিল।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘‘আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।’’
১ ঘণ্টা আগে
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ায় তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন জুলাইয়ে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা। তারা এই আসামির ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড রায় দাবি করেছেন।
২ ঘণ্টা আগে
বিবৃতিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তীকালীন সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে।
৩ ঘণ্টা আগে