সাবেক এমপির কাছে চাঁদাবাজির অভিযোগ, বৈষম্যবিরোধী নেতাসহ গ্রেপ্তার ৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০০: ৩৮

রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের কাছে চাঁদাবাজির অভিযোগে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা রয়েছেন।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যার পর গুলশান ২-এ শাম্মী আক্তারের বাসার সামনে থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদার (২১), মো. ইব্রাহিম হোসেন (২৪) ও আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।

তাদের মধ্যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়কদের একজন।

আরেকজনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, চাঁদাবাজির অভিযোগ পেয়ে গুলশান-২ নম্বরের একটি বাসার সামনে থেকে আমরা তাদের গ্রেপ্তার করি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গুলশান থানার ওসি হাফিজুর বলেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আগে ১০ লাখ টাকা চাঁদা পাওয়ার পর শনিবার গিয়ে বাকি টাকা দাবি করে। পরে পুলিশকে খবর দিলে আমরা গিয়ে পাঁচজনকে ধরে এনেছি।

পুলিশ জানায়, এর আগে গত ১৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ ও অপুসহ কয়েকজন। সেদিন বাসায় থাকা শাম্মী আক্তারের স্বামীকে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করেন তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, বেতন ৬০ হাজার টাকা

৭ ঘণ্টা আগে

আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আসিয়ানের বর্তমান সভাপতির দায়িত্বে থাকা মালয়েশিয়া বাংলাদেশের আবেদন মঞ্জুরের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে, যাতে বাংলাদেশ প্রথমে খাতভিত্তিক সংলাপের অংশীদার এবং পরবর্তীতে এই আঞ্চলিক সংস্থার পূর্ণ সদস্যপদ পেতে পারে।’

৮ ঘণ্টা আগে

আরএফএলে নিয়োগ, পদসংখ্যা ৫০

৮ ঘণ্টা আগে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ৩

৮ ঘণ্টা আগে