স্কুল খোলার সিদ্ধান্ত এখনও হয়নি: মাইলস্টোন কর্তৃপক্ষ

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান শুরুর সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কমিটির সদস্য ও প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার বিষয়টি জানিয়েছেন।

আগামী ২৭ জুলাই সীমিত পরিসরে স্কুল খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আমাদের প্রতিষ্ঠানটির মধ্যে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনও অনেক শিক্ষার্থী, অভিভাবক নিখোঁজ। আমরা তাদের তথ্য সংগ্রহের কাজ করছি। এই অবস্থায় প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি।

তবে মাইলস্টোনের অন্যান্য ব্রাঞ্চের পাঠদান কার্যক্রম পরিস্থিতি বিবেচনায় তারা নেবেন বলে জানান তিনি। তিনি বলেন, দিয়াবাড়ি শাখায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এখানকার শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করা আপাতত সম্ভব নয়। যখন আমরা পরিস্থিতি বিবেচনায় শিক্ষাকার্যক্রম চালু করতে পারবো, তখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এদিকে এই ঘটনায় হতাহত ও নিখোঁজদের পরিচয় ও প্রকৃত সংখ্যা নির্ণয়ে তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে একটি কাউন্সেলিং ডেস্ক ও একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে।

গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

কদমতলী থেকে শিশুকে অপহরণ, ১৭ ঘণ্টার অভিযানে না.গঞ্জ থেকে উদ্ধার

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে অপহরণ করা হয়েছিল ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্র এক শিশুকে। পরিবার ৪০ হাজার টাকা মুক্তিপণ দিলেও শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়নি। পরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব) দীর্ঘ ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে শিশুটিকে।

৩ ঘণ্টা আগে

রূপপুরের কেনাকাটায় অনিয়মে এক প্রকৌশলীকে অবসর, আরেকজনকে ‘ডিমোশন’

পাবনার ঈশ্বরদীর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা ‘রূপপুর গ্রিন সিটি প্রকল্পের কেনাকাটায় ওই ‘অস্বাভাবিক ব্যয়ে’র প্রমাণ পাওয়া যায়।

৫ ঘণ্টা আগে

যে বার্তা দিয়ে গেলেন টিআই চেয়ারম্যান

ভ্যালেরিয়াঁর বক্তব্যে উঠে আসে সেই চিত্র— কর্তৃত্ববাদী আমলে বাংলাদেশ থেকে প্রতিবছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। শুধু দেশ নয়, বিশ্ব জুড়ে এ ধারা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক হিসেবে প্রতিবছর প্রায় এক ট্রিলিয়ন ডলার উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পাচার হয়।

৮ ঘণ্টা আগে

বদলে গেল ৪৬ সংসদীয় আসনে সীমানা

গাজীপুর ও বাগেরহাট ছাড়াও এবারে মোট ১৬টি জেলায় নির্বাচনি এলাকায় পরিবর্তন এসেছে। এর মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলা রয়েছে দুটি করে। চট্টগ্রাম বিভাগের জেলা রয়েছে চারটি। আর সবচেয়ে বেশি ঢাকা বিভাগের— ছয়টি জেলা।

১৬ ঘণ্টা আগে