ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল চবি

চট্টগ্রাম ব্যুরো
ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে রোববার রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন চবি শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

সারা দেশে অব্যাহতভাবে ঘটতে থাকা ধর্ষণ এবং নারীর প্রতি যৌন হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার বিচার নিশ্চিত করার দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন। সেখান থেকে হুঁশিয়ারি দিয়েছেন, সরকার ধর্ষক ও নারী নিপীড়কদের সাজা নিশ্চিত করতে না পারলে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করবেন।

রোববার (৯ মার্চ) সন্ধ্যার পর থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রী হলগুলো প্রদক্ষিণ করেন। পরে জিরো পয়েন্টের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন তারা। সেখানে সমাবেশও করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকের ফাসি চাই’সহ নানা স্লোগান তোলেন।

CU Students Protest Against Rape And Violence Against Women 09-03-2025 (3)

বিক্ষোভ সমাবেশ থেকে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানানো হয়। ছবি: রাজনীতি ডটকম

বিক্ষোভ মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, নারীদের নিরাপত্তায় তারা সবাই একজোট। সরকারকে দ্রুত ধর্ষণ ও নারী নিপীড়কদের আইনের আওতায় আনতে হবে। সরকার ধর্ষকদের সাজা দিতে ব্যর্থ হলে তারা ফের ক্লাস-পরীক্ষা বর্জন করে জুলাইয়ের মতো আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। এমনকি আট বছরের শিশু পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের ধরে ফাঁসি কার্যকর করার দাবি জানাই।

CU Students Protest Against Rape And Violence Against Women 09-03-2025 (1)

চবি শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার ধর্ষকদের সাজা দিতে ব্যর্থ হলে তারা ফের ক্লাস-পরীক্ষা বর্জন করে কঠোর আন্দোলন গড়ে তুলবেন। ছবি: রাজনীতি ডটকম

চবি শিক্ষার্থী নওশীন তাবাসসুম জ্যোতি বলেন, ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আছিয়ার ঘটনা আমাদের কাছে লিটমাসের মতো। আছিয়ার ধর্ষকের উপযুক্ত বিচার হলে তবেই আমরা মনে করব এই দেশে নারীরা নিরাপদ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডাকসু ভোটে অভিযোগকারীকে নিয়েই সন্দেহ চিফ রিটার্নিং অফিসারের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণে টিএসসি কেন্দ্রে আগে পূরণ করা ব্যালট দেওয়ার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

৩ ঘণ্টা আগে

ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন— ইউরোপীয় প্রতিনিধিদের প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, রমজানের আগে ফেব্রুয়ারির শুরুতেই জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। সাধারণ নির্বাচন হবে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও উৎসবমুখর।

৩ ঘণ্টা আগে

ডাকসুর নতুন জিএস হতে পারেন রাশেদ খান

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ ঘোষিত হলে ওই নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে দ্বিতীয় অবস্থানে থাকা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে বিজয়ী ঘোষণা করা যেতে পারে।

৩ ঘণ্টা আগে

একনেক সভায় ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

৪ ঘণ্টা আগে