ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল চবি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ২২: ১০
ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে রোববার রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন চবি শিক্ষার্থীরা। ছবি: রাজনীতি ডটকম

সারা দেশে অব্যাহতভাবে ঘটতে থাকা ধর্ষণ এবং নারীর প্রতি যৌন হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার বিচার নিশ্চিত করার দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেছেন। সেখান থেকে হুঁশিয়ারি দিয়েছেন, সরকার ধর্ষক ও নারী নিপীড়কদের সাজা নিশ্চিত করতে না পারলে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করবেন।

রোববার (৯ মার্চ) সন্ধ্যার পর থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রী হলগুলো প্রদক্ষিণ করেন। পরে জিরো পয়েন্টের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন তারা। সেখানে সমাবেশও করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, ধর্ষকের ফাসি চাই’সহ নানা স্লোগান তোলেন।

CU Students Protest Against Rape And Violence Against Women 09-03-2025 (3)

বিক্ষোভ সমাবেশ থেকে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার দাবি জানানো হয়। ছবি: রাজনীতি ডটকম

বিক্ষোভ মিছিলের পর অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, নারীদের নিরাপত্তায় তারা সবাই একজোট। সরকারকে দ্রুত ধর্ষণ ও নারী নিপীড়কদের আইনের আওতায় আনতে হবে। সরকার ধর্ষকদের সাজা দিতে ব্যর্থ হলে তারা ফের ক্লাস-পরীক্ষা বর্জন করে জুলাইয়ের মতো আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। এমনকি আট বছরের শিশু পর্যন্ত ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে ধর্ষকদের ধরে ফাঁসি কার্যকর করার দাবি জানাই।

CU Students Protest Against Rape And Violence Against Women 09-03-2025 (1)

চবি শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার ধর্ষকদের সাজা দিতে ব্যর্থ হলে তারা ফের ক্লাস-পরীক্ষা বর্জন করে কঠোর আন্দোলন গড়ে তুলবেন। ছবি: রাজনীতি ডটকম

চবি শিক্ষার্থী নওশীন তাবাসসুম জ্যোতি বলেন, ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আছিয়ার ঘটনা আমাদের কাছে লিটমাসের মতো। আছিয়ার ধর্ষকের উপযুক্ত বিচার হলে তবেই আমরা মনে করব এই দেশে নারীরা নিরাপদ।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মব জাস্টিসের খবর পেলেই গ্রেপ্তার করছি: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ দূষণ রোধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘মেগা প্রকল্প ছাড়াও ছোট প্রকল্প দিয়েও মানুষের উন্নয়ন সম্ভব। পরিবেশদূষণ রোধে নিজেদের সচেতন হতে হবে। যতক্ষণ পর্যন্ত মানসিকতায় প্রাণ-প্রকৃতিকে গুরত্বপূর্ণ স্থানে না রাখব ততক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নয়ন হবে না।’

১৫ ঘণ্টা আগে

ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণে নয়: ডিএমপি

রাজধানীর মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণে নয়, বরং ভাঙারি দোকানের মালিকানা ও আয়-ব্যয় নিয়ে বিরোধের ফলাফল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

১৫ ঘণ্টা আগে

সত্য তথ্য প্রদানের শর্তে রাজসাক্ষী মামুনকে ক্ষমা করবে ট্রাইব্যুনাল

ট্রাইব্যুনালের আদেশে উল্লেখ করা হয়েছে, আব্দুল্লাহ আল মামুনকে সুবিধাজনক সময়ে বিচারের সাক্ষী হিসেবে ডাকা হবে। এছাড়া তাকে কারাগারে আলাদা সেলে রাখা এবং তার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে

‘সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহিতার পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে ডব্লিউএইচও’র পদক্ষেপকে স্বাগত জানিয়ে প্রেস সচিব লিখেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন। যেখানে সায়মা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ করা হবে, তার সব সুযোগ-সুবিধা বাতিল করা হবে এবং এই মর্যাদাপূর্ণ দায়িত্বের সততা ও জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধা

১৭ ঘণ্টা আগে