নুরের ওপর হামলার ঘটনা তদন্ত করা হবে: প্রেস সচিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরকে দেখতে গিয়ে তিনি বলেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

তিনি আরও উল্লেখ করেন যে, নুর অতীতে কোটাবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, আমি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। ডাক্তাররা জানিয়েছেন, নুরের নাক ও চোখের কাছে আঘাত লেগেছে, ইন্টার্নাল ব্লিডিং হচ্ছে এবং তিনি সেমি-কনশাস অবস্থায় আছেন। চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেবেন পরবর্তী পর্যবেক্ষণের জন্য। পাশাপাশি কিছু টেস্টও করবেন।

শফিকুল আলম আরও বলেন, নুরের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আমরা এটার নিন্দা জানাই। এই পুরো ঘটনা আমরা তদন্ত করব।

প্রেস সচিব আরও বলেন, যখন দেশে মানুষের সাহসের অভাব ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, তখন ২০১৮ সালে নুরুল হক নুর কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার সাহস আপনারা দেখেছেন। ২০২৪ সালে গণঅভ্যুত্থানে নুরসহ গণঅধিকার পরিষদের সবাই ছিলেন। ১৯ জুলাই রাতে নুরকে গ্রেপ্তার করে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার ওপর আজকের হামলার ঘটনাটিও তদন্ত করা হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

পুরো রুটে মেট্রোরেল চলাচল শুরু

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, সকাল থেকেই আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত দুই দফা পরীক্ষামূলক ট্রেন চালানো হয়। পরীক্ষায় কোনো ত্রুটি না পাওয়ায় পরে পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

৬ ঘণ্টা আগে

হানিফসহ ৪ জনের অভিযোগ গঠন নিয়ে শুনানি আজ

এদিন প্রথমেই হানিফসহ পলাতক চার আসামির বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগ গঠনের ওপর শুনানি করবেন প্রসিকিউশন। এরপর বিচারের আবেদন জানাবেন। তবে তাদের পক্ষে নিয়োগ দেওয়া স্টেট ডিফেন্স আইনজীবীর বক্তব্য না থাকলে পরবর্তী আদেশ বা সিদ্ধান্ত দেবেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষে এমনটিই জানানো হয়েছে।

৭ ঘণ্টা আগে

নিম্নচাপটি শক্তিশালী ‘মোন্থায়’ রূপ নিলো, ২ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুব উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

৮ ঘণ্টা আগে

রাবি সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

ঘটনার পরই বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাতেই শিক্ষার্থীরা প্রশাসনের বিরুদ্ধে অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; প্রশাসনের গাফিলতির কারণেই সহপাঠী সায়মার মৃত্যু হয়েছে।

৮ ঘণ্টা আগে