রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষককে অপসারণের দাবি

রাবি প্রতিনিধি

অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক আব্দুল আল মামুনকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (০২ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাইল হোসেন সিরাজী ভবনে ওই বিভাগের সামনে বিক্ষোভ করেন তারা।

বিগত ৬ বছর বিভাগের পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে অধ্যাপক আল মামুনের বিরুদ্ধে। এছাড়াও বর্তমান পরিচালককে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করার অভিযোগ ও উঠেছে তার বিরুদ্ধে।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

আন্তর্জাতিক বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী নওশিন ইসলাম বলেন, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে ৬ বছর ধরে শিক্ষার্থীদের ওপর নানা অনিয়ম অত্যাচার করে আসছেন। বিভাগের সেশনজট, অর্থ কেলেঙ্কারি ও যৌন হয়রানির সঙ্গে উনি জড়িত। বোরখা পরাকে তিনি পতিতাবৃত্তি বলে মন্তব্য করেছিলেন। এরকম শিক্ষককে আমরা আমাদের বিভাগে চাই না। আমরা উপাচার্য বরাবর একটি দরখাস্ত দিয়েছি কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত পাইনি।

আরেক শিক্ষার্থী ওমর ফারুক তুফান বলেন, অধ্যাপক আল মামুন দীর্ঘ সময় ধরে আমাদের বিভাগে অনিয়ম দুর্নীতি করে আসছেন। উনি ইতিহাস বিভাগ থেকে আমাদের বিভাগে চেয়ারম্যান হয়ে এসেছিলেন। আগেই তার চলে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি অনিয়ম, দালালি করে থেকে গেছেন। আমরা তাকে এই বিভাগে আর দেখতে চাই না। এ বিষয়ে আমরা চেয়ারম্যানকে গতকাল লিখিত অভিযোগ দিয়েছি। আইআর বিভাগ থেকে তার অপসারণ চাই।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০, আহত বহু

এর আগে শুক্রবার শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আকস্মিক এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূকম্পনটির উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

১৬ ঘণ্টা আগে

শেখ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল

স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আইন সম্পর্কে ধারণা না থাকায় কথাটি বলেছেন। রায় কার্যকর করার জন্য সরকারের যে মেকানিজম আছে সেই অনুযায়ী সরকার এগোবে। রায় কার্যকরের বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাইলে মতামত জানানো হবে।

১৭ ঘণ্টা আগে

বন্দর রক্ষায় হরতাল-অবরোধ কর্মসূচির হুঁশিয়ারি

সভাপতির বক্তব্যে ডা. এম এ সাঈদ বলেন, দেশের সকল জাতীয় ও কৌশলগত সম্পদের মালিক দেশের জনগণ। দেশের জনগণকে অন্ধকারে রেখে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের নেই। সরকার যে অজুহাতে বন্দর ইজারা দিতে চায় সেটি যুক্তিযুক্ত নয়। দেশীয় সক্ষমতা বৃদ্ধি করে বন্দর পরিচালনা করতে হবে। আগামী দিন

১৭ ঘণ্টা আগে

ভূমিকম্পে ভাঙা হাত-পা নিয়ে পঙ্গু হাসপাতালে ৬৬ জন

রাজধানীতে ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে, মাথা ঘুরে পড়ে কিংবা ভারী বস্তু চাপা পড়ে হাত-পা ভেঙে এখন পর্যন্ত ৬৬ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা নিয়েছেন।

১৭ ঘণ্টা আগে