কী কী সুবিধা আছে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে

ডেস্ক, রাজনীতি ডটকম
কাতারের ‘আমিরি ফ্লাইট’-এর মালিকানাধীন এ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্স। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র।

সব প্রস্তুতি শেষ হলে আজ মধ্যরাত অথবা শুক্রবার (৫ ডিসেম্বর) সকালের মধ্যে খালেদা জিয়াকে লন্ডনে নেয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

চলুন দেখে নিই কী কী আছে বিশেষ এই উড়োজাহাজে

কাতার আমিরের এই এ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সটি এমন সব অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত যে, কেউ এটিকে বলেন উড়ন্ত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), আবার কারও কাছে এটি মুমূর্ষ রোগীদের লাইফ লাইন।

উড়োজাহাজটি কাতারের ‘আমিরি ফ্লাইট’-এর মালিকানাধীন। প্রাইভেট এয়ারলাইন আমিরি ফ্লাইটে চড়েন কাতারের রাজপরিবারের সদস্য এবং উচ্চ পর্যায়ের সরকারি ব্যক্তিরা। রাজপরিবারের মালিকানাধীন এই উড়োজাহাজে জটিল রোগে আক্রান্ত রোগীদের বেশি দূরত্বে পরিবহনের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা যুক্ত করা হয়েছে।

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলমের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া তথ্যানুযায়ী, এ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্সের রয়েছে উন্নত চিকিৎসা সক্ষমতা। এটি সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সজ্জিত, যা জরুরি অবস্থায় কিংবা ট্রানজিটের সময় রোগীর নিরবচ্ছিন্ন যত্ন নিশ্চিত করে।

নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের তথ্য অনুযায়ী, বিশেষ এই উড়োজাহাজে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প ও উন্নত কার্ডিয়াক মনিটর রয়েছে। এ ছাড়া এটিতে উন্নত ক্লাইমেট কনট্রোল ব্যবস্থা ও শব্দনিরোধক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

কেবল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য উড়োজাহাজটি ব্যবহার হচ্ছে এমন নয়। এর আগে ২০১৫ সালে চীন সফরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়া মাল্টার পররাষ্ট্রমন্ত্রী জর্জ ভেল্লাকে উদ্ধার করে আনা হয়েছিল এই এয়ার অ্যাম্বুলেন্স।

প্রথাগত এয়ার অ্যাম্বুলেন্সের তুলনায়, এর প্রশস্ত কেবিনে চিকিৎসা কর্মীদের জন্যও পর্যাপ্ত জায়গা রয়েছে। কাস্টমাইজড স্ট্রেচার, রোগীর ব্যক্তিগত জোন ও পরিবারের সদস্য বা বিশেষজ্ঞদের জন্য আলাদা আসনের ব্যবস্থা রয়েছে এখানে।

এটি পরিচালনা করেন কাতারের রয়্যাল মেডিক্যাল ইউনিটের একটি চিকিৎসক দল, যেখানে চারজন চিকিৎসক ও প্যারামেডিক অন্তর্ভুক্ত রয়েছেন। তারা যাত্রার সময় কার্ডিয়াক অ্যারেস্ট থেকে শুরু করে ট্রমা পর্যন্ত জরুরি অবস্থাগুলো দক্ষতার সঙ্গে সামাল দিতে সক্ষম।

এ৩১৯ এয়ার অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসকরা বিশ্বের অন্য যেকোনো প্রান্তের বিশেষজ্ঞদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারেন। এ ছাড়াও, চাপযুক্ত কেবিন অক্সিজেনের মাত্রা অনুকূল রাখে, যা শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

এয়ারবাসের দাবি, উন্নত এভিয়েশন প্রযুক্তির সঙ্গে চিকিৎসা অভিজ্ঞতার সন্নিবেশ ঘটিয়ে এই উড়োজাহাজটি এয়ার অ্যাম্বুলেন্স সেবার নতুন মানদণ্ড তৈরি করেছে। এটি নিশ্চিত করেছে, জীবনরক্ষাকারী চিকিৎসার জন্য কোনো দূরত্বই সক্ষমতার বাইরে নয়।

এ ছাড়া বেশি পরিমাণে জ্বালানি নিতে সক্ষম এ৩১৯ দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনা করতে পারে, যা এক মহাদেশ থেকে আরেক মহাদেশে রোগী পরিবহনের জন্য আদর্শ। ছোট রানওয়েতে এবং অপেক্ষাকৃত দুর্গম এলাকাতেও অবতরণ করতে সক্ষম এই উড়োজাহাজ।

প্রসঙ্গত, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ারে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সেখানে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, এর আগেও গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনে যান তিনি। চিকিৎসা শেষে ৬ মে দেশেও ফেরেন এটিতে চড়ে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

মারা গেছেন অভিনেতা ধর্মেন্দ্র

কয়েকদিন ধরেই ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে গভীর ধোঁয়াশা। গভীর সংকটে ধর্মেন্দ্র, নাকি সত্যিই মৃত্যু হয়েছে মেগাস্টারের? কিছুদিন আগেই খবর ছড়ায়- মৃত্যু হয়েছে অভিনেতার। তবে সেই খবর সত্যি নয় বলে দাবি করেছিলেন হেমা মালিনী ও এষা দেওল।

১০ দিন আগে

ভূমিকম্পে করণীয়-বর্জনীয়

এমন পরিস্থিতিতে ভূমিকম্পের সময় কী করা উচিত—কী করা উচিত না তা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একগুচ্ছ পরামর্শ ও বিশেষজ্ঞদের মতামত।

১২ দিন আগে

আত্মসমর্পণ করলেন মেহজাবীন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ ঘটনায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী।

১৮ দিন আগে

মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখার বিনিময়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

১৮ দিন আগে