এবার পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ করল ভারত

কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে আবারও পদক্ষেপ নিল ভারত। এবার পাকিস্তান থেকে সব ধরনের মালামাল আমদানি নিষিদ্ধ করেছে দেশটি। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নরেন্দ্র মোদির সরকার জানিয়েছে। পহেলগাঁও হামলার পর ওয়াঘা-আটারি চেকপোস্ট আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল।
ভারত সরকার জানিয়েছে, পাকিস্তান থেকে ট্রানজিট করা সমস্ত পণ্যের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। পাকিস্তানে উৎপন্ন বা রপ্তানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহন, তা অবাধে আমদানিযোগ্য হোক বা অন্যথায় অনুমোদিত হোক, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার যেকোনো ব্যতিক্রমের জন্য ভারত সরকারের পূর্ব অনুমোদনের প্রয়োজন হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পাকিস্তান থেকে আমদানি হতো মূলত ওষুধজাত পণ্য, ফল এবং তৈলবীজ । ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে ভারত পাকিস্তানি পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের পর থেকে কয়েক বছর ধরে আমদানি এমনিতেই হ্রাস পেয়েছে। এক প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ সালে এটি মোট আমদানির ০.০০০১শতাংশের এরও কমে এসে দাঁড়িয়েছে।