পাকিস্তানের গোলায় নিহত ভারতের সরকারি কর্মকর্তা\n
ভারতীয় সেনাবাহিনী আরও বলছে, ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক নাগরিকদের বিপদে ফেলার পাকিস্তানের এমন প্রচেষ্টা অগ্রহণযোগ্য। ভারত শত্রুপক্ষের পরিকল্পনা ব্যর্থ করে দেবে।
এর আগে পাকিস্তানের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ভারত। ওই সময়ই পাকিস্তান বলেছিল, তারাও ভারতকে পালটা জবাব দেবে।
ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তান ভারতের বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে উচ্চগতির ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে— পাকিস্তান এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিমানঘাঁটিতে হামলার এই খবর এলো।
পাকিস্তান দাবি করেছে, তাদের সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করেছে ভারত। এর মধ্যে একটি রাওয়ালপিন্ডির নূর খান ঘাঁটি, যা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। পাকিস্তানের এ দাবির পরিপ্রেক্ষিতে অবশ্য ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।