উড্ডয়নের পরই যেভাবে দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি

ডেস্ক, রাজনীতি ডটকম

লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করার কয়েক মিনিটের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার (AI 171) ফ্লাইট। ফ্লাইটটি উড্ডয়নের পরপরই পাইলটদের পক্ষ থেকে ‘মে-ডে’ সংকেত পাঠানো হয় বলে জানা গেছে।

তবে তারপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ফ্লাইটটি। তবে কিছুক্ষণের মধ্যেই বিমানের পাইলটরা নিয়ন্ত্রণ কক্ষে ‘মে’ডে’ কল পাঠান।

যা সাধারণত চরম বিপদের সংকেত হিসেবে ধরা হয়। এরপরই রাডার থেকে বিমানটি নিখোঁজ হয়ে যায়।

দুর্ঘটনায় হতাহতের সংখ্যা ও কারণ এখনো নিশ্চিত করা যায়নি। উদ্ধার তৎপরতা চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

এদিকে বিভিন্ন সূত্রে জানাগেছে, দুর্ঘটনার কবলিত বিমানটিতে ২৪২ আরোহিী ছিলেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরে ও যাত্রীদের স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।

গুজরাটের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই বলেছে, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট এআই১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল। বিবৃতিতে আরও বলা হয়, ‘আহমেদাবাদ-লন্ডন গেটউইক রুটে চলাচল করা ফ্লাইট এআই১৭১ আজ ১২ জুন এক দুর্ঘটনায় পতিত হয়েছে।

ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে এবং শিগগিরই এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকা ডুবে ১১ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকায় ৭০ জনের মতো ছিলেন। এ ছাড়া আরেকটি নৌকায় ছিলেন প্রায় ২৩০ জন যাত্রী। এর অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি মালয়েশিয়া কোস্ট গার্ড।

১ দিন আগে

মার্কিন সিনেটে বিল পাস, অবসান ঘটছে ৪০ দিনের শাটডাউনের

এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের পর ভোটের সিদ্ধান্ত হয়।

১ দিন আগে

সিনেটে সমঝোতা, যুক্তরাষ্ট্রে অচলাবস্থার অবসান হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থা শেষ হওয়ার সম্ভাবনার দ্বার খুলে গেছে। মার্কিন সিনেট রিপাবলিকান পার্টি প্রস্তাবিত একটি বিলের পক্ষে ভোট দিতে যাচ্ছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের সরকারি অচলাবস্থা অবসানের পথ খুলে দিতে পারে।

১ দিন আগে

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ২

রোববার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

২ দিন আগে