ভারতের বিরুদ্ধে পালটা সিদ্ধান্ত পাকিস্তানের— ভিসা স্থগিত, বাণিজ্য-আকাশসীমা বন্ধ

ডেস্ক, রাজনীতি ডটকম
ভারত ও পাকিস্তানের পতাকা। ছবি: সংগৃহীত

কাশ্মিরের পহেলগামে হামলার জের ধরে পাকিস্তানের বিরুদ্ধে বড় ধরনের পাঁচটি পদক্ষেপ নিয়েছিল ভারত। এবার সেসব পদক্ষেপের পালটা জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বৈঠক করে ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিনভর পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটিসহ অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর ব্যস্ত সময় কাটিয়েছে। এসব বৈঠক থেকেই ভারতের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এদিকে বুধবার ভারত তার নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিতের কথা জানিয়েছিল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই চুক্তি স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয়।

বিবৃতিতে ইসলামাবাদ ‘কঠোর ভাষায়’ ওই চুক্তি স্থগিতের সিদ্ধান্তের সমালোচনা করে। বিবৃতিতে বলা হয়, পানি বন্ধ বা অন্য দিকে প্রবাহিত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান। জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ভারতের বিরুদ্ধে পালটা ব্যবস্থা হিসেবে ভারতের সঙ্গে সব ধরনের দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্তও নিয়েছে পাকিস্তান। তাৎক্ষণিকভাবে ওয়াগাহ সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে। ভারতের মতো তারা স্থগিত করেছে ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা।

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে। ভারতও বুধবার কূটনৈতিক মিশন ও কর্মকর্তাদের সংখ্যার বিষয়ে একই ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছিল।

এদিকে ভারতীয় মালিকানাধীন বা ভারতীয়দের দ্বারা পরিচালিত বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও স্থগিত করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রুপালি পর্দার শেষ চিহ্নটুকুও মুছে গেল আফগানিস্তানে

আফগানিস্তানের একসময়ের সমৃদ্ধ চলচ্চিত্র সংস্কৃতির প্রতীক হিসেবে পরিচিত কাবুলের ঐতিহাসিক এরিয়ানা সিনেমা হল ধ্বংস করা হয়েছে।

৩ দিন আগে

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে ভোট শুরু

মিয়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তানিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে আজ রোববার স্থানীয় সময় সকাল ৬ টা (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০মিনিট) থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। জাতীয় পার্লামেন্ট ও প্র

৩ দিন আগে

গৃহযুদ্ধ ও মানবিক সংকটের মধ্যেই রোববার থেকে ভোটে যাচ্ছে মিয়ানমার

আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপের ভোট শুরু হবে মিয়ানমারে, দ্বিতীয় ধাপের ভোট শুরু হবে ১১ জানুয়ারি। এই দুই ধাপে দেশের ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোট নেওয়া হবে। আগামী বছর ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে।

৪ দিন আগে

ফ্লোরিডায় ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, চূড়ান্ত হতে পারে শান্তি প্রস্তাব

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি জানান, এই সংলাপে ‘নতুন কিছু ধারণা’ উঠে এসেছে যা সত্যিকারের শান্তির কাছাকাছি যেতে সহায়ক হতে পারে।

৪ দিন আগে