থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকা ডুবে ১১ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা থেকে এখন পর্যন্ত যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তার মধ্যে দুজন বাংলাদেশি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) মালিয়েশিয়া ও থাইল্যান্ড কর্তৃপক্ষ এ নৌকাডুবি ও প্রাণহানির তথ্য জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকায় ৭০ জনের মতো ছিলেন। এ ছাড়া আরেকটি নৌকায় ছিলেন প্রায় ২৩০ জন যাত্রী। এর অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি মালয়েশিয়া কোস্ট গার্ড।

নৌকা ডুবে যাওয়ার পর সাতজনের মরদেহ উদ্ধার করেছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ। পরে আরও চারজনের মরদেহ উদ্ধার করে থাইল্যান্ড কর্তৃপক্ষ, এর মধ্যে দুটি ছিল শিশুর মরদেহ।

মালয়েশিয়া কর্তৃপক্ষ বলছে, নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সেখান থেকে এখন পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন বাংলাদেশি, বাকিরা রোহিঙ্গা জনগোষ্ঠী।

মিয়ানমারের দারিদ্র্য রাখাইন রাজ্য বহু বছর ধরে সংঘাত, দুর্ভিক্ষ ও জাতিগত সহিংসতায় জর্জরিত, যার শিকার মূলত রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়। ২০১৭ সালে দেশটির সরকারি বাহিনীর অভিযানের পর প্রায় ১৩ লাখ রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

এসব রোহিঙ্গা জনগোষ্ঠী কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। তাদের একাংশকে পাঠানো হয়েছে ভাসানচরে। এখনো রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন অব্যাহত রয়েছে। এখনো মাঝে মাঝেই টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে এসে থাকেন।

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের প্রথম দিক পর্যন্ত মিয়ানমার ও বাংলাদেশ থেকে পাঁচ হাজারের বেশি রোহিঙ্গা সমুদ্রপথে পালিয়ে গেছেন। তাদের মধ্যে প্রায় ৬০০ জন নিখোঁজ বা মৃত বলে রিপোর্ট করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টাল বাংলাদেশ-ভারত সম্পর্কের দৃশ্যপট

১৪ ঘণ্টা আগে

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে এ বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়।

১ দিন আগে

আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে: আসামের মুখ্যমন্ত্রী

ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে (নর্থ-ইস্ট) বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি বেশিদিন চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। হিন্দুস্তান টাইমসের খবর

১ দিন আগে

ইরানে চেকপোস্টে হামলা, পুলিশসহ ৪ জন নিহত

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাটি তদন্ত করে দেখছে।

১ দিন আগে