থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকা ডুবে ১১ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের সদস্যদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকা থেকে এখন পর্যন্ত যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে তার মধ্যে দুজন বাংলাদেশি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (১০ নভেম্বর) মালিয়েশিয়া ও থাইল্যান্ড কর্তৃপক্ষ এ নৌকাডুবি ও প্রাণহানির তথ্য জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকায় ৭০ জনের মতো ছিলেন। এ ছাড়া আরেকটি নৌকায় ছিলেন প্রায় ২৩০ জন যাত্রী। এর অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি মালয়েশিয়া কোস্ট গার্ড।

নৌকা ডুবে যাওয়ার পর সাতজনের মরদেহ উদ্ধার করেছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ। পরে আরও চারজনের মরদেহ উদ্ধার করে থাইল্যান্ড কর্তৃপক্ষ, এর মধ্যে দুটি ছিল শিশুর মরদেহ।

মালয়েশিয়া কর্তৃপক্ষ বলছে, নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সেখান থেকে এখন পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজন বাংলাদেশি, বাকিরা রোহিঙ্গা জনগোষ্ঠী।

মিয়ানমারের দারিদ্র্য রাখাইন রাজ্য বহু বছর ধরে সংঘাত, দুর্ভিক্ষ ও জাতিগত সহিংসতায় জর্জরিত, যার শিকার মূলত রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়। ২০১৭ সালে দেশটির সরকারি বাহিনীর অভিযানের পর প্রায় ১৩ লাখ রোহিঙ্গা প্রাণে বাঁচতে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

এসব রোহিঙ্গা জনগোষ্ঠী কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে। তাদের একাংশকে পাঠানো হয়েছে ভাসানচরে। এখনো রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন অব্যাহত রয়েছে। এখনো মাঝে মাঝেই টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে এসে থাকেন।

এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের প্রথম দিক পর্যন্ত মিয়ানমার ও বাংলাদেশ থেকে পাঁচ হাজারের বেশি রোহিঙ্গা সমুদ্রপথে পালিয়ে গেছেন। তাদের মধ্যে প্রায় ৬০০ জন নিখোঁজ বা মৃত বলে রিপোর্ট করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরান পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

গত দুই সপ্তাহ ধরে ইরানে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ চলছে, যাতে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির মধ্যেই ইরান তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

২ দিন আগে

বিক্ষোভকারী সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

এরফান সোলায়মানি পেশায় দোকানব্যবসায়ী। রাজধানী তেহরানের শহরতলী এলাকা কারাজে তার বাসা। সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি কারাজে নিজ বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। তারপর মাত্র তিন দিনের বিচারের ভিত্তিতে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়।

২ দিন আগে

আকাশপথ বন্ধ করল ইরান

দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে তেহরানের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে জি-৭ রাষ্ট্রগুলোর কঠোর নিন্দার মাঝে আকাশসীমা নিয়ন্ত্রণের এই পদক্ষেপ ইরানের বর্তমান নাজুক পর

২ দিন আগে

কড়া হুঁশিয়ারিতে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বন্ধ করেছে তেহরান : ট্রাম্প

গত দু’সপ্তাহ ধরে ব্যাপক আকারে সরকারবিরোধী আন্দোলন চলছে ইরানে। দিন যতো গড়াচ্ছে, আন্দোলনের মাত্রাও তত তীব্র হচ্ছে।

২ দিন আগে