কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২৬

ডেস্ক, রাজনীতি ডটকম
জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে পর্টকদের ওপর হামলার পরপরই ঘটনাস্থলে সেনাসদস্যরা দৌড়ে যান। ছবি: সংগৃহীত

ভারত শাসিত কাশ্মিরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর একদল বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। হামলায় আহত হয়েছেন আরও ১০ জন।

মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা। ওই এলাকাটি ভারতের সুইজারল্যান্ড হিসেবে পরিচিত। কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

প্রায় এক বছরের মধ্যে কাশ্মির অঞ্চলে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। এর আগে গত বছরের জুনে জঙ্গি হামলায় হিন্দু পূণ্যার্থীদের একটি বাস খাদে পড়ে যায়। সেই হামলায় অন্তত ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন।

বিবিসি ও ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জম্মু-কাশ্মীরের সরকার এখনো নিহতের সংখ্যা জানিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

কাশ্মীরে এখন ভরা পর্যটক মরসুম চলছে। ওই পর্যটকদের মধ্যেই ছিলেন গুজরাতের এক বাসিন্দা। তিনি জানিয়েছেন, আচমকা হামলা চালানো হলে সবাই দৌড়োদৌড়ি শুরু করেন। চারদিকে কান্না আর চিৎকার শোনা যাচ্ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বেশ কয়েকজন পর্যটক ট্রেকিং করার সময় তাদের ওপর হামলা হয়। পর্যটকদের ভিড়ে মিশে ছিল হামলাকারীরা। গুলির ঘটনার পরই সেনা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, আহতদের তিনজন স্থানীয় ও তিনজন রাজস্থানের। সম্প্রতি কয়েকবছরে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনা খুব একটা দেখা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে পর্যটকদের তোলা কিছু ভিডিও দেখানো হচ্ছে। এসব ভিডিওতেই দেখা গেছে, হামলার জায়গায় ভারতীয় সেনা সদস্যরা দৌড়িয়ে যাচ্ছে। আবার ভারতীয় সংবাদমাধ্যম সম্প্রচারিত আরেকটি ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারীরা অমুসলিমদের আলাদা করে চিহ্নিত করছিল।

হামলার পরেই পহেলগাঁও এলাকায় সেনাবাহিনী অভিযান শুরু করেছে। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে শ্রীনগর রওয়ানা হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পর্যটকদের সহায়তা করার জন্য একটি বিশেষ হেল্পলাইন খুলেছে প্রশাসন।

এদিকে ভারতের রাজনৈতিক নেতারা এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় লিখেছেন, এ জঘন্য ঘটনার পেছনে যারা রয়েছে, তাদের কঠিন শাস্তি হবে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লিখেছেন, আমি স্তব্ধ। নিহতদের সংখ্যা এখনো চূড়ান্ত নয় বলে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখন দিতে পারছি না। পরিস্থিতি স্পষ্ট হলে সরকারিভাবে সংখ্যা জানানো হবে। এটি বলার অপেক্ষা রাখে না যে বেসামরিক নাগরিকদের ওপরে সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় হামলা।

বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী লিখেছেন, জম্মু-কাশ্মিরের পহেলগাঁওয়ে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় পর্যটকদের মৃত্যু এবং আরও অনেকের আহত হওয়ার খবর অত্যন্ত নিন্দনীয় ও হৃদয়বিদারক।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাদুরোর ক্ষমতাচ্যুতি নিয়ে আগাম বাজি, ৫ কোটি টাকা জিতলেন জুয়াড়ি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে যুক্তরাষ্ট্রে তুলে নেওয়ার ঘটনায় আলোচনায় এসেছে অনলাইন বাজির একটি চমকপ্রদ ঘটনা। মাদুরোর ক্ষমতাচ্যুতি নিয়ে আগাম বাজি ধরে এক জুয়াড়ি জিতেছেন ৪ লাখ ৩৬ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

১১ ঘণ্টা আগে

ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্টের চ্যালেঞ্জ— আসুন, আমাকে ধরে নিয়ে যান

ট্রাম্পের এমন মন্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়লে জবাব দিতে ভোলেননি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ‘আসুন, আমাকে ধরে নিয়ে যান। আমি এখানেই (কলম্বিয়া) আপনার জন্য অপেক্ষা করছি।’

১৪ ঘণ্টা আগে

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো এখন জাতিসংঘের কাজের অংশ নয় বলেও জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি।

১৯ ঘণ্টা আগে

বাংলাদেশিদের নিয়ে ট্রাম্পের পোস্ট, আতঙ্কে প্রবাসীরা

যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি আইনজীবী মঈন চৌধুরী বলেন, যারা আইন মেনে বৈধভাবে বসবাস করছেন এবং সঠিক তথ্য দিয়ে সরকারি সহায়তা নিচ্ছেন, তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

২০ ঘণ্টা আগে