ইরান-ইসরায়েল সংঘাত: কাতারের আকাশসীমা সাময়িক বন্ধ

ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির কারণে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কাতার।

প্রতিদিন ঢাকা-দোহা-ঢাকা রুটে গড়ে প্রায় এক হাজার ৩০০ জন যাত্রী যাতায়াত করেন।

সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোহা হয়ে চলাচল করা সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত থাকবে।

কাতারের শীর্ষস্থানীয় গালফ টাইমস পত্রিকার খবরে বলা হয়েছে, কাতার এয়ারওয়েজ আগামী কয়েক সপ্তাহের জন্য বেশ কিছু ফ্লাইটের সময়সূচি পুনঃনির্ধারণ করেছে। জাতীয় এই বিমান সংস্থাটি জানিয়েছে, “বিমান সংস্থার বৈশ্বিক নেটওয়ার্কে সংযুক্তি নিশ্চিত করা এবং ব্যাঘাত কমানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”

রবিবার এক ভ্রমণ সতর্কবার্তায় কাতার এয়ারওয়েজ আরও জানিয়েছে, “কিছু কিছু ক্ষেত্রে ফ্লাইটের ছাড়ার সময় পূর্ব নির্ধারিত সময়ের চেয়ে আগেভাগে হতে পারে।”

ভ্রমণের আগে যাত্রীদের অনুরোধ করা হয়েছে, যাতে তারা নিজেদের ফ্লাইটের ছাড়ার সময় qatarairways.com ওয়েবসাইট বা কাতার এয়ারওয়েজের মোবাইল অ্যাপের মাধ্যমে যাচাই করে নেন, যেন যাত্রা হয় নির্বিঘ্ন।

কাতার এয়ারওয়েজ জানিয়েছে, “আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার পায় এবং কাতার এয়ারওয়েজ নিরাপদ বিমান চলাচলের জন্য আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল নীতিমালার পূর্ণাঙ্গ অনুসরণ করে।”

বর্তমানে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে কাতার এয়ারওয়েজ ইতোমধ্যেই “অস্থায়ীভাবে” ইরান, ইরাক ও সিরিয়ায় ফ্লাইট বাতিল করেছে।

ইরানে যেসব বিমানবন্দর এই সিদ্ধান্তে প্রভাবিত হয়েছে: ইমাম খোমেনি বিমানবন্দর, মাশহাদ বিমানবন্দর এবং শিরাজ বিমানবন্দর।

ইরাকে প্রভাবিত বিমানবন্দরগুলো হলো: বাগদাদ বিমানবন্দর, এরবিল বিমানবন্দর, বসরা বিমানবন্দর, সুলায়মানিয়া বিমানবন্দর এবং নাজাফ বিমানবন্দর।

সিরিয়ায় প্রভাবিত বিমানবন্দর হলো: দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর।

এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলেছে, কাতারের বিমানচালন অঞ্চল পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের উড়োজাহাজ চলাচলের জন্য বন্ধ থাকবে।

যারা দোহা রুটে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের নিজ নিজ এয়ারলাইন্স অফিসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ করে ভ্রমণের সময়সূচি পুনর্নির্ধারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাস তাদের নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি, কাতারের কয়েকটি স্কুলকে মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি ব্যাখ্যা করে বলেন, কাতারে কিছু নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলা বা সতর্ক থাকার বিষয়ে বিভিন্ন বিদেশি দূতাবাস যে পরামর্শ দিয়েছে, তা একটি সাধারণ ও নিয়মিত সতর্কতামূলক পদ্ধতির অংশ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সিরিয়ায় মার্কিন বিমান হামলা

বিবৃতিতে বলা হয়েছে, “শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিট থেকে ভোর পর্যন্ত সিরিয়াজুড়ে আই এসের সঙ্গে সম্পর্কিত শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে মার্কিন বিমান বাহিনী। সিরিয়ায় অপারেশন হকিয়ে নামে যে সামরিক অভিযান শুরু করেছিল মার্কিন সেনাবাহিনী, তার অংশ হিসেবেই পরিচালনা করা হয়েছে এই মিশন।”

১৪ ঘণ্টা আগে

ওমান ভ্রমণে গিয়ে সড়ক দুর্ঘটনা, ফটিকছড়ির ৩ স্বজন নিহত

শুক্রবার (৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ওমানের সালালাহ শহরের তামরিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির প্রাইভেটকারের সঙ্গে হঠাৎ একটি উটের সংঘর্ষ হলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়।

১ দিন আগে

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্বেগ, ট্রাম্পের সামরিক পদক্ষেপের পর ক্ষোভ

ডোনাল্ড ট্রাম্প এর আগেও গ্রিনল্যান্ড নিয়ে বিতর্ক উসকে দিয়েছিলেন। ২০১৯ সালে, প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে তিনি দ্বীপটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। তবে তখনই ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়— গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।

১ দিন আগে

সিরিয়াকে ‘যথাসম্ভব’ সহায়তা করবে ইউরোপ: ইইউ প্রধান

১ দিন আগে