বিস্ফোরণে উড়ে গেল পহেলগাম হামলায় 'জড়িত' দুজনের বাড়ি

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৩: ৫৫
কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর টহল। ছবি: রয়টার্স

কাশ্মিরের পহেলগামে হামলার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত আদিল হুসেন ঠোকের ও আসিফ শেখের বাড়ি বিস্ফোরণে উড়ে গেছে।

ভারতের বার্তা সংস্থা পিটিআই ও এএনআইয়ের খবরে বলা হয়েছে, ওই দুজনের বাড়িতে বৃহস্পতিবার৷ (২৪ এপ্রিল) দিবাগত রাতে বিস্ফোরণ হয়। সেনা সূত্র বলেছে, বাড়িতে বিস্ফোরক ছিল বলে এই বিস্ফোরণ হয়েছে।

ঠোকেরের বাড়ি জম্মু কাশ্মিরের অনন্তনাগে এবং আসিফের বাড়ি পুলওয়ামাতে। ভারতীয় নিরাপত্তা বাহিনী বলছে, পহেলগাম হামলার চক্রান্তে তারা জড়িত ছিল এবং তারাই পথ দেখিয়ে লস্কর সন্ত্রাসীদের নিয়ে এসেছিল।

বৃহস্পতিবার যে চার হামলাকারীর ছবি ভারতীয় নিরাপত্তা বাহিনী প্রকাশ করেছিল, তার মধ্যে ঠোকের ও আসিফের ছবিও ছিল। পুলিশ জানিয়েছে, বাকি দুজন পাকিস্তানের নাগরিক। তাদের সম্পর্কে খবর দিতে পারলে ২০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে আদিল ও আসিফ আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যায় এবং লস্কর তাদের প্রশিক্ষণ দেয়। ২০২৪ সালে তারা আবার কাশ্মীরে ফিরে আসে। স্থানীয় বলে তারা এই এলাকা খুব ভালোভাবে চেনে।

এর আগে বৃহস্পতিবার বিহারের জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পহেলগাম হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসবাদী ও তাদের সাহায্যকারীদের চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।

বান্দিপুরায় গোলাগুলি, বিহত ১

কাশ্মিরের বান্দিপুরায় সেনা ও সন্ত্রাসবাদীদের মধ্যে গোলাগুলিতে লস্কর কম্যান্ডার আলতাফ লাল্লি মারা গেছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। আলতাফ দ্য রেসিট্যান্স ফ্রন্টের সঙ্গেও জড়িত ছিল। এই সংগঠনই পহেলগামের হামলার দায় স্বীকার করেছে।

খবরে বলা হয়, বান্দিপোরায় তল্লাশি চালাচ্ছিল সেনা। তখন সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে। তখন গোলাগুলিতে আলতাফের মৃত্যু হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ১৫ দেশের যৌথ বিবৃতি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সবার প্রতি আহবান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ১৫টি দেশ। তারা হামাসের হাতে থাকা সব জিম্মির মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছে।

১১ ঘণ্টা আগে

এবার ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা কানাডার

গাজায় চলমান ইসরাইলি নৃশংসতার মধ্যে এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিল কানাডা। এ নিয়ে বিগত কয়েক দিনে উন্নত সাত দেশের জোট জি-৭-এর তিন সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করলো।

১২ ঘণ্টা আগে

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

তিনি লেখেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে তারা আমাদের সঙ্গে তুলনামূলকভাবে অনেক কম বাণিজ্য করেছে। কারণ, তাদের শুল্ক বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। শুধু তাই নয়, ভারতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি অ-শুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা।

১ দিন আগে

হিউয়েন সাংয়ের ভারত ভ্রমণ

৬০২ খ্রিষ্টাব্দে চীনের হেনান প্রদেশে জন্ম নেওয়া হিউয়েন সাং ছোটবেলা থেকেই বৌদ্ধধর্মের প্রতি গভীর আগ্রহী ছিলেন। বড় হয়ে তিনি 'তাং' (Tang) সাম্রাজ্যের বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী হয়ে ওঠেন। সে সময় চীনে পালি ও সংস্কৃত ভাষার বহু বৌদ্ধ গ্রন্থ অনুবাদিত হলেও, তাঁদের অনেকগুলোতেই অস্পষ্টতা ও ভুল ছিল। সেই সমস্যাগুলো

১ দিন আগে