ভারতকে উচিত শিক্ষা দিয়েছে পাকিস্তান : শেহবাজ শরিফ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬: ৩৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

ভারতকে উচিত শিক্ষা দিয়েছে পাকিস্তান উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, মে মাসের সংঘাতে মোদির নেতৃত্বাধীন ভারত সরকারকে উচিত শিক্ষা দিয়েছে পাকিস্তান। যা তারা কোনোদিন ভুলতে পারবে না। দিল্লি থেকে মুম্বাই— পুরো ভারতই এই পরাজয় কখনো ভুলবে না। খবর জিও নিউজের।

খাইবার পাখতুনখাওয়ার হারিপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই কথা বলেন। অর্থনৈতিক চ্যালেঞ্জের প্রসঙ্গ টেনে পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, ‘জাদুবিদ্যা’ নয়, বরং কঠোর পরিশ্রমের মাধ্যমেই পাকিস্তান দেউলিয়া হওয়া থেকে রক্ষা পেয়েছে।

তিনি জানান, অর্থনীতি সংকটময় অবস্থা থেকে বেরিয়ে এসে স্থিতিশীলতার পথে রয়েছে এবং এখন এটিকে এগিয়ে নেয়ার প্রয়োজন। জাতীয় অগ্রগতির ভিত্তি হিসেবে ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘চারটি প্রদেশই যখন উন্নয়ন করবে, তখনই দেশ এগোবে’।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে পাকিস্তান ও ভারত যুদ্ধে জড়িয়ে পড়েছিল। সেসময় জম্মু-কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর উত্তেজনা দেখা দেয় এবং এরই একপর্যায়ে পাকিস্তানের ওপর আক্রমণ চালায় ভারত।

নয়াদিল্লির দাবি, ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্ত্রাসীরা পাকিস্তানি নাগরিক। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে এবং নিরপেক্ষ তদন্তে অংশ নেয়ার আহ্বান জানায়। তবে ভারত সেই পথে না হেঁটে সরাসরি পাকিস্তানে হামলা চালায়। ৮৭ ঘণ্টাব্যাপী এই সংঘাতে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে পাকিস্তান, যার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফাল ফাইটার জেট। এ ছাড়া বহু ড্রোনও ভূপাতিত করা হয়। পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে এই যুদ্ধ ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানে ছড়িয়ে পড়ছে সহিংসতা, ৩৪ জন বিক্ষোভকারীর মৃত্যুর দাবি

অস্থিরতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও চারজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছে এবং দুই হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে

ভেনেজুয়েলার তেল খাত নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

১৯ ঘণ্টা আগে

অভিবাসন কর্মকর্তার গুলিতে মার্কিন নাগরিক নিহত

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের দাবি, ওই নারী একজন 'সহিংস দাঙ্গাবাজ' ছিলেন এবং ঘটনার সময় তিনি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট – আইসিই'র এজেন্টদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই সময় এক এজেন্ট তার গাড়ির দিকে 'আত্মরক্ষামূলক গুলি' ছোড়েন।

১৯ ঘণ্টা আগে

মার্কিন হামলায় ভেনেজুয়েলায় ১০০ প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো

বুধবার (৭ জানুয়ারি) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আহত হয়েছেন বলেও কারাকাসের পক্ষ থেকে জানানো হয়েছে।

১৯ ঘণ্টা আগে