ফ্লাইটের কারও জীবিত থাকার সম্ভাবনা নেই, দুর্ঘটনাস্থলের ৫ জন নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৯: ৪৭
২৪২ আরোহী নিয়ে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। ছবি: পিটিআই

ভারতে ২৪২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটে কারও জীবিত থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পুলিশ। শুধু তাই নয়, বিমানটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেখানকারও কয়েকজন প্রাণ হারিয়েছেন।

আহমেদাবাদের পুলিশ প্রধান জি এস মালিক বার্তা সংস্থা এপিকে বলেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিধ্বস্ত হওয়া বিমানটির যাত্রীদের কেউই আর বেঁচে নেই। যেহেতু বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে, তাই সেখানে থাকা কিছু স্থানীয়ও নিহত হতে পারেন।

নিহতের সংখ্যা অবশ্য নিশ্চিত করতে পারেননি জি এস মালিক। তবে যে মেডিকেল হোস্টেলের ওপর বিমানটি বিধ্বস্ত হয়ে পড়েছে, সেখানকার অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে ওই হোস্টেলের বিভিন্ন সূত্রে বরাতে খবর দিয়েছে এনডিটিভি।

২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে এআই১৭১ নম্বরের বিমানটি বৃহস্পতিবার (১২ জুন) ভারতের স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৮ মিনিট) গুজরাটের অহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দর ছিল এর গন্তব্য।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর বলছে, ফ্লাইটটি যাত্রা শুরুর পরপরই গুজরাটের মেঘানিনগরে লোকালয়ে বিধ্বস্ত হয়। এরপরই বিমানটিতে আগুন লেগে যায়। ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বিমান ভেঙে পড়ার পরে আগুন ও কালো ধোঁয়া বার হচ্ছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানটির যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়। বাকিদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ ও একজন কানাডিয়ান। এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে তিনি এরই মধ্যে অহমেদাবাদে পৌঁছেছেন।

বিমানটি যে বহুতল ভবনের ওপর ভেঙে পড়েছে, সেটি বিজে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি হোস্টেল। স্থানীয়দের দাবি, ওই হোস্টেলে ৫০ জন চিকিৎসক অবস্থান করেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বিমান ভেঙে পড়ায় ওই হোস্টেলের পাঁচ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছে যায় শতাধিক অ্যাম্বুল্যান্স। রয়টার্স জানিয়েছে, অহমদাবাদের হাসপাতালে অন্তত ১০০টি মরদেহ পৌঁছেছে। অনেক মরদেহ ঝলসে যাওয়ায় শনাক্ত করা যাচ্ছে না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পাকিস্তানে ৯ বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তানে অন্তত ৯ জন বাসযাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে ঝোব ও লোরালাই জেলার সীমানা ঘেঁষা সুর-ডাকাই এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটে। আজ শুক্রবার দেশটির সংবাদমাধ্যম ডন এ খবর নিশ্চিত করেছে।

২ দিন আগে

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ ফের আটকে দিল আদালত

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশের ওপর আবারও স্থগিতাদেশ দিয়েছেন দেশটির আদালতে। সম্প্রতি নিউ হ্যাম্পশায়ারের একটি আদালত আদেশটি কার্যকর হওয়া থেকে সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে এ আদেশকে প্রতিনিধিত্বমূলক মামলা হিসেবে গ্রহণ করেন বিচারক।

২ দিন আগে

হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে এতটা সফল কীভাবে

হুতিদের প্রযুক্তিগত উত্থান শুরু হয় ২০১৫ সালের দিকে, যখন সৌদি আরব তাদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। এই সময় থেকেই হুতিরা বুঝে যায়, শুধু ছোট অস্ত্র বা স্থানীয় হামলা দিয়ে টিকে থাকা যাবে না। দরকার প্রযুক্তিনির্ভর প্রতিরোধ। সেই থেকেই শুরু হয় তাদের ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার, এবং স্যাটেলাইট-নির্ভর হামলা

৩ দিন আগে

চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায়

ওয়াং ই বলেন, চীন বাংলাদেশের কেবল বন্ধু নয়, বরং বিশ্বাসযোগ্য প্রতিবেশী ও উন্নয়ন-সহযোগী হিসেবে পাশে থাকতে চায়। এছাড়া চীন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনকে সমর্থন জানায় বলে জানান তিনি। এর সঙ্গে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী উন্নয়নের পথ অন্বেষণে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

৩ দিন আগে