ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে যা বললেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ১৬: ৩১

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় তীব্র উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশ দুটির মধ্যে সবসময়ই উত্তেজনা ছিল এবং তারা কোনো না কোনোভাবে নিজেদের মধ্যে এর সমাধান করবে।

স্থানীয় সময় শুক্রবার (২৫ এপ্রিল) প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিতে ভ্যাটিক্যানে যাওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি ভারতের খুব কাছের এবং আমি পাকিস্তানেরও খুব কাছের। কাশ্মীরে তাদের লড়াই এক হাজার বছর ধরে চলছে।

তিনি আরও বলেন, কাশ্মীর ইস্যু এক হাজার বছর ধরে চলছে, সম্ভবত তারও বেশি। সাম্প্রতিক ঘটনাকে তিনি খারাপ বলেও উল্লেখ করেন।

এর আগে ভারত ও পাকিস্তানকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের মহাসচিব দেশ দুটির মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে এ বিষয়ে উদ্বেগও প্রকাশ করেছেন।

মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, জম্মু ও কাশ্মীরে সংগঠিত হামলার নিন্দায় আমরা অত্যন্ত স্পষ্ট ছিলাম। ওই হামলায় ২৬ জন প্রাণ হারিয়েছেন।

এরই মধ্যে দেশ দুটি একে অপরের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। থেমে নেই কথার লড়াইও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর এবার এসব বিষয়ে স্পষ্টভাবে বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

শনিবার (২৬ এপ্রিল) শাহবাজ বলেন, পাকিস্তান শান্তির পক্ষে, কিন্তু এমন ইচ্ছাকে দুর্বলতা মনে করে ভুল করা উচিত নয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কেন্দ্রীয় ব্যাংকের প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে বললেন ট্রাম্প

পোস্টে ট্রাম্প একটি সংবাদ প্রতিবেদনের লিংকও শেয়ার করেছেন। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একটি আবাসন নিয়ন্ত্রক সংস্থা দাবি করেছে, পাওয়েলের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। কারণ তিনি ফেডারেল রিজার্ভের ওয়াশিংটন সদরদপ্তরের সংস্কার কাজ নিয়ে ভুল তথ্য দিয়েছেন।

১ দিন আগে

ইন্দোনেশিয়ায় ফেরিডুবির ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ফেরিটিতে মোট ৬৫ জন ছিলেন। এর মধ্যে ৫৩ জন যাত্রী এবং ১২ জন নাবিক। এ ছাড়া ১৪টি ট্রাকসহ ২২টি যানবাহন ছিল।

১ দিন আগে

তাপে পুড়ছে ইউরোপ, দেশে দেশে রেড অ্যালার্ট

মঙ্গলবার প্যারিসসহ ফ্রান্সের ১৬টি অঞ্চলে সর্বোচ্চ ‘'রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এ ছাড়া আরও ৬৮টি অঞ্চলে রয়েছে কম ঝুঁকির ‘অরেঞ্জ অ্যালার্ট’। এর আগে সোমবার ফ্রান্সের মূল ভূখণ্ডের ৯৬টির মধ্যে ৮৪টি অঞ্চলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি ছিল। দেশটির জলবায়ুবিষয়ক মন্ত্রী এটিকে নজিরবিহীন পরিস্থিতি হিসেবে আখ্যা দি

১ দিন আগে

আইএইএর সঙ্গে সব সহযোগিতা স্থগিত করল ইরান

ইরানের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ ব্যবস্থায় বড় ধরনের সংকট ডেকে আনতে পারে। একইসঙ্গে, তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিশ্বের উদ্বেগ আরও বাড়বে বলেও আশঙ্কা করছেন তারা।

২ দিন আগে