আহমেদাবাদে বিধ্বস্ত বিমান থেকে একজনকে জীবিত উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইট থেকে এখন পর্যন্ত এই একজনকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ছবি: ভিডিও থেকে

ভারতে গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হওয়া বিমানের এক যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর তাকে জীবিক অবস্থায় পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। ওই বিমানের বাকি ২৪১ জন আরোহীর অন্য কেউ বেঁচে নেই বলেই ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সোয়া ৮টার দিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ওই ব্যক্তিকে উদ্ধারের খবর দিয়েছে আহমেদাবাদের পুলিশ প্রধান জি এস মালিকের বরাতে।

পুলিশ কমিশনার মালিক বার্তা সংস্থা এএনআইকে বলেন, জীবিত উদ্ধার হওয়া যাত্রী বিমানের ১১এ আসনে বসেছিলেন। পুলিশ তাকে উদ্ধার করেছে। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। তার টি-শার্টে রক্তের দাগ লেগে আছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর ঘণ্টাখানেক আগেই আহমেদাবাদ পুলিশ জানায়, ওই বিমানের কোনো আরোহীর জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই অবস্থাদৃষ্টে মনে হচ্ছে। ফলে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রুয়ের সবাই নিহত হয়েছেন বলেই ধরে নেওয়া হয়েছিল। এর ঘণ্টাখানেক পর ওই যাত্রীকে জীবিত পাওয়া গেল।

পুলিশ কমিশনার আরও জানান, বিমানটি যে আবাসিক এলাকায় গিয়ে পড়ে, সেখানেও কিছু মানুষ মারা গেছেন। মেডিকেল কলেজের যে মেসে বিমানটি পড়েছিল, সেখানে অন্তত পাঁচজন মারা গেছেন বলে খবর এসেছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সরকার এ হতাহতের তথ্য দেয়নি।

২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে এআই১৭১ নম্বরের বিমানটি বৃহস্পতিবার (১২ জুন) ভারতের স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৮ মিনিট) গুজরাটের অহমেদাবাদের সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। ব্রিটেনের গ্যাটউইক বিমানবন্দর ছিল এর গন্তব্য। গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও ওই ফ্লাইটে ছিলেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর বলছে, ফ্লাইটটি যাত্রা শুরুর পরপরই গুজরাটের মেঘানিনগরে লোকালয়ে বিধ্বস্ত হয়। এরপরই বিমানটিতে আগুন লেগে যায়। ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, বিমান ভেঙে পড়ার পরে আগুন ও কালো ধোঁয়া বার হচ্ছে।

সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও পেশাদার পাইলট রাজীব প্রতাপ রুডি এনডিটিভিকে বলেছেন, বিমানে ৮০ থেকে ৯০ টন জ্বালানি ছিল। এ অবস্থায় বিমানটি ভেঙে পড়া মানে বোমা বিস্ফোরণের মতো ঘটনা।

বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহোল বলেছেন, দুর্ঘটনার কারণ জানতে আরো কিছু সময় লাগবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনা নিয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মোদি বলেন, এটি হৃদয়বিদারক ঘটনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদ যাচ্ছেন। বেসামরিক বিমান পরিবহনমন্ত্রীও যাচ্ছেন সেখানে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি ৮২৫ ফুট ওঠার পর নিচে নামে ও ভেঙে পড়ে।

জয়েশ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, মেঘানিনগর ও শাহিবাগের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। আমি পাঁচ শ মিটার দূরে বসেছিলাম। বাড়ির ওপর বিমানটি পড়ে। প্রচুর ধোঁয়া ওঠে। বড় বিমান ছিল। আমি দেখতে গেছিলাম। তখন পুলিশের গাড়ি এসে গেছে। প্রচুর দমকলের গাড়ি এসে যায়। পাশেই সিভিল হাসপাতাল। সেখান থেকে অ্যাম্বুলেন্স আসে।

দুর্ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সময় বিকেল ৫টার পর ফের বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকা ডুবে ১১ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

ধারণা করা হচ্ছে, ডুবে যাওয়া নৌকায় ৭০ জনের মতো ছিলেন। এ ছাড়া আরেকটি নৌকায় ছিলেন প্রায় ২৩০ জন যাত্রী। এর অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি মালয়েশিয়া কোস্ট গার্ড।

১ দিন আগে

মার্কিন সিনেটে বিল পাস, অবসান ঘটছে ৪০ দিনের শাটডাউনের

এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা বৈঠকের পর ভোটের সিদ্ধান্ত হয়।

১ দিন আগে

সিনেটে সমঝোতা, যুক্তরাষ্ট্রে অচলাবস্থার অবসান হচ্ছে

মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থা শেষ হওয়ার সম্ভাবনার দ্বার খুলে গেছে। মার্কিন সিনেট রিপাবলিকান পার্টি প্রস্তাবিত একটি বিলের পক্ষে ভোট দিতে যাচ্ছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের সরকারি অচলাবস্থা অবসানের পথ খুলে দিতে পারে।

১ দিন আগে

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলি হামলা, নিহত ২

রোববার এক বিবৃতিতে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাক লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

১ দিন আগে