top ad image
top ad image
home iconarrow iconফিচার

বিজ্ঞান

ভর আসলে কী?

ভর আসলে কী?

কোনও বস্তুতে মোট জড়তার পরিমাপকে ঐ বস্তুর ভর বলে। এটি পদার্থবিজ্ঞানের মৌলিক (রাশি) তত্ত্বগত ধারণা। একটা মৌলিক বৈশিষ্ট্য যা বল প্রয়োগে বস্তুতে সৃষ্ট ত্বরণের বাধার পরিমাপক। নিউটনীয় বলবিদ্যায়— ভর বস্তুর বল ও ত্বরণের সাথে সম্পর্কিত। ভরের প্রায়োগিক ধারণা হচ্ছে বস্তুর ওজন।

আদতে ভরের পরিমাপ সম্ভব নয়। যদিও ওজন দ্বারা বিভিন্ন বস্তুর তুলনামূলক ভরের ধারণা নেওয়া যায়। বস্তুর ভরের কখনো পরিবর্তন হয় না। তবে অবস্থান পরিবর্তনের সাপেক্ষে একই বস্তুর ওজন বিভিন্ন হতে পারে। তাই বস্তুর ভর অপরিবর্তনীয় হলেও পৃথিবীর কেন্দ্রে, পৃথিবী পৃষ্ঠে এবং মহাকাশে এর ওজন বিভিন্ন হয়। এই পার্থক্যের কারণ— ওজন মহাকর্ষের ফল। ভর ও বেগের গুণফলে ‘ভরবেগ’ পাওয়া যায়।

এসআই পদ্ধতিতে ভরবেগের একক কিলোগ্রাম-মিটার/সেকেন্ড (kg⋅m/s)। একে নিউটন-সেকেন্ড (N⋅s) এককেও প্রকাশ করা হয়। ভরবেগ, P = mv [এখানে, বস্তুর ভর m এবং বেগ v]

r1 ad
r1 ad