ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হত না: নাহিদ

টাঙ্গাইল প্রতিনিধি

ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতে পারতেন না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এই সমাবেশে মাওলানা ভাসানীকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। মাওলানা ভাসানীকে ইতিহাসে স্মরণ করা হয় না। ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ থাকা সত্ত্বেও শুধু একজনকে জাতির পিতা ঘোষণা করা হয়েছে। গত ৫৪ বছরে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘গত ৫৪ বছরে একজন ব্যক্তিকেই পূজা করা হয়েছে। অথচ ভাসানীরা না থাকলে শেখ মুজিবও তৈরি হতে পারতেন না। বাংলাদেশে কেবল একজন নন, অনেক জাতির পিতা রয়েছেন—তাদের অন্যতম মওলানা ভাসানী। তিনি কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন। জাতীয় নাগরিক পার্টি তাঁর সেই আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে চায়।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘মওলানা ভাসানী শুধু বাংলাদেশের নন, উপমহাদেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল আসামে। সেখানে তিনি বাঙালি মুসলিম কৃষকদের ভূমি ও নাগরিক অধিকারের জন্য লড়াই করেছিলেন, যে লড়াই আজও আসামের বাঙালি মুসলমান ও হিন্দুদের করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘‘মওলানা ভাসানীই প্রথম ব্যক্তি যিনি কাগমারী সম্মেলনের মাধ্যমে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। স্বাধীনতার পর তিনি বলেছিলেন, ‘আমি পিঞ্জর ভেঙেছি দিল্লির দাসত্ব-গোলামি করার জন্য নয়।’’

টাঙ্গাইল শাড়িকে ভারতের পশ্চিমবঙ্গের নামে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘তাঁতশিল্পকে পুনরুদ্ধার করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকে আমরা কৃষকদের সংগঠিত করতে চাই, যাতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার মুখ্য সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

এর আগে নেতারা টাঙ্গাইল সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে পৌঁছান। সোমবার রাতে নাহিদ ইসলামসহ দলের একাধিক শীর্ষস্থানীয় নেতা টাঙ্গাইল সার্কিট হাউস ও বিভিন্ন গেস্ট হাউসে রাত্রীযাপন করেন। তার আগে রাতে তারা সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এবং সমাবেশস্থলে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

একসঙ্গে বিএনপির ৪০ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

এসব নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার হচ্ছে মর্মে গত কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় খবর প্রচার হচ্ছিল। বিশেষ করে সিলেট সিটি করপোরেশনের বহিষ্কৃত বিএনপি দলীয় সাবেক কয়েকজন কাউন্সিলর সম্প্রতি সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন থেকেই নেতাকর্মীরা বিষয়টি আঁচ কর

২০ ঘণ্টা আগে

সালাহউদ্দিনের আশ্বাসে অনশন ভাঙলেন তারেক, নেওয়া হলো হাসপাতালে

এর আগে দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তারেককে অনশন ভেঙে আপিল করার আহ্বান জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘আপিল, সংশোধনী, পরিমার্জন বা সময় বর্ধন—এসব তো প্রচলিত প্রক্রিয়া। নিশ্চয়ই তারা বিষয়টি বিবেচনায় নেবেন। আমি আন্তরিকভাবে অনুরোধ করছি, যেন এই অনশন ভঙ্গ করে আইনগত প্

২১ ঘণ্টা আগে

অন্তর্বর্তী সরকার দায়িত্ব ভুলে গিয়ে শুধু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : আখতার

আখতার হোসেন বলেন, চব্বিশের অভ্যুত্থানের ফলে মানুষের প্রত্যাশা শুধু এতটুকুই ছিল না যে হাসিনার রেজিমকে উৎখাত করবে বা আগেকার মতো দেশটা চলতে থাকবে। কারণ মানুষ দেখে এসেছেন যে বাংলাদেশের সংকট যেমন, নেতৃত্ব বা ব্যবস্থারও সংকট তেমন। শুধু নেতৃত্বকে পরিবর্তন করে ব্যবস্থাকে টিকিয়ে রেখে বাংলাদেশের গুণগত পরিবর্

২১ ঘণ্টা আগে

মানুষের পারিবারিক সিদ্ধান্তও নির্বাচনের জন্য আটকে আছে : আমীর খসরু

রবিবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত ক্র্যাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেন বইটির লেখক-প্রকাশক ও নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান মোহাম্মদ ফয়েজ উদ্দিন।

১ দিন আগে