ডাকসু ভোটে অব্যবস্থাপনা-প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
ডাকসু নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছবি: ফোকাস বাংলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়ায় অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। এসব বিষয়ে প্রশাসনকে অবহিত করলে কোনো ব্যবস্থা না নিয়ে নিষ্ক্রিয় ও ‘পক্ষপাতদুষ্ট’ আচরণের অভিযোগও করেছেন তিনি।

উমামা সাংবাদিকদের বলেন, অব্যবস্থাপনার অভিযোগ আমরা পেয়েছি। আমরা কিন্তু বারবার সতর্ক করেছি, যেন তারা সতর্কতার সঙ্গে এই পদক্ষেপগুলো নেন।

কেবল উমামা নয়, প্রশাসনের বিরুদ্ধে সুনির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদও। তিনি বলেন, আমাদের পোলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পোলিং এজেন্টকে অ্যাকসেস দেওয়া হয়েছে।

এ ধরনের আচরণকে ‘পক্ষপাতদুষ্ট’ উল্লেখ করে ফরহাদ বলেন, ইমিডিয়েট অ্যাকশন না নিয়ে প্রশাসনের নীরব ভূমিকা দুঃখজনক।

এর মধ্যে ভোট দিয়েছেন বামপন্থি কয়েকটি সংগঠনের প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (ডিএস) প্রার্থী মেঘমল্লার বসু। নির্বাচনে প্রগতির পক্ষের লোকেরা জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

মেঘমল্লার বলেন, গতবারের ডাকসু নির্বাচনে ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারেননি। কিন্তু এবার তেমন কিছু মুখোমুখি হতে হয়নি। ভোট দেওয়ার এই অধিকার জুলাই অভ্যুত্থানের অর্জন।

এবার ভোটাররা অনেক বেশি সচেতন বলে মন্তব্য করেছেন উমামা ফাতেমা। পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটাররা লিস্ট করে এনেছেন বলেও সাংবাদিকদের জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের প্রতিনিধি নির্বাচন করুন : তারেক রহমান

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। পাশাপাশি যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেব

১৫ ঘণ্টা আগে

নির্বাচিত সরকার জনগণের কাছে স্বচ্ছ ও জবাবদিহি থাকবে : আমীর খসরু

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার চরবস্তি, বিজয়নগর, ফুলছরি পাড়া, নিজাম মার্কেট, দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি এ কথা বলেন। গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী, সাধারণ জণগণ, নারী, তরুণের অংশগ্রহণ করেন।

১৫ ঘণ্টা আগে

ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান

তিনি বলেন, ১৯৯১ সালেও ধানের শীষ বিজয়ী হওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এরপর তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড়যুগ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। যখনই ধানের শীষ জয়ী হয়, তখন দেশের গণতন্ত্র জয়লাভ করে।

১৬ ঘণ্টা আগে

আবারও ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি : হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, গত ১৭ বছর আমাদের টুটি চেপে ধরা হয়েছিল, যারা ভিন্নমত পোষণ করত তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো, বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল, গুম করা হতো, আয়না ঘরে নেওয়া হতো, ক্রসফায়ারে দেওয়া হতো, ভিন্ন মত ও চিন্তার মানুষগুলোকে বলা হতো পিন্ডি বা দিল্লি চলে যেতে। এ

১৭ ঘণ্টা আগে