এবার ঈদের ছুটি ১০ দিন!

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ মে ২০২৫, ১৪: ৪২
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে কোলাকুলি। ফাইল ছবি

এ বছরের ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা করতে যাচ্ছে সরকার। এর জন্য এর আগে দুটি শনিবার অফিস খোলা থাকবে।

মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি থাকছে। এর আগে অবশ্য আগামী ১৭ ও ২৪ মে সাপ্তাহিক বন্ধের দিন শনিবার অফিস খোলা থাকবে।

এ বছর চাঁদ দেখা সাপেক্ষে জুনের প্রথম সপ্তাহের শেষে পড়বে ঈদুল আজহা। ঈদের আগে-পরে ১০ দিনের টানা ছুটি পড়লে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে ঈদুল ফিতরেও ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছিল সরকার। সেবার ঈদের ছুটির ফাঁকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছিল কর্মদিবস। সরকার নির্বাহী আদেশে সে দিন ছুটি ঘোষণা করে।

এর আগে ২৬ মার্চ ছিল মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি, ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। যারা ২৭ মার্চ ছুটি নিয়েছিলেন, তারা ১১ দিনের ছুটি কাটাতে পেরেছিলেন ঈদুল ফিতরে।

টানা ছুটি পাওয়ায় এবার ঈদুল ফিতর ঘিরে ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন। দেশের বড় বড় মহাসড়কে খুব একটা যানজটের ভোগান্তিতে পড়তে হয়নি মানুষকে। ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি থাকলে একই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটবে বলেই প্রত্যাশা করছেন সবাই।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কাঙ্ক্ষিত 'শাপলা' প্রতীক পেতে যাচ্ছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক ‘শাপলা’ পেতে যাচ্ছে। নির্বাচন কমিশনের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসির সাম্প্রতিক প্রকাশিত গেজেটে ‘শাপলা’ প্রতীক না থাকলেও দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন করে প্রতীকটি অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেবে ইসি।

১১ ঘণ্টা আগে

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট থাকলে নির্বাচন নিয়ে সংকট সৃষ্টি হবে না: সালাহউদ্দিন

ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘গুণ-মানসম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

১১ ঘণ্টা আগে

দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব- তারেক রহমান

আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে ভালো আছি। সময় তো স্বাভাবিকভাবে ব্যস্তই যাচ্ছে। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি।

১৫ ঘণ্টা আগে

নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

রবিবার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা শেষে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের ব্যাপারে সব রাজনৈতিক দলই একমত হয়েছে। তবে বিএনপি ও এনসিপি বলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিনই আলাদা ব্যালটে আয়োজন করতে। অন্যদিকে, জামায়াতে

১ দিন আগে