জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ
মানিক মিয়া অ্যাভিনিউয়ে আসছেন নেতা-কর্মীরা

ব্যাপক আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করবে নতুন রাজনৈতিক দলটি। এ উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্মাণ করা হয়েছে মঞ্চ। দেশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ প্রায় শেষ পর্যায়ে। নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মেডিকেল টিম, পুলিশ বুথের পাশাপাশি আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা। মঞ্চের পেছনে নারীদের জন্য অন্য বুথের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
জানা গেছে, নতুন দলে ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। তবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪ সদস্য বা আট সদস্যের একটি কমিটি থাকবে। সেই কমিটির নাম চূড়ান্ত হয়নি। কোর কমিটি বা পলিট ব্যুরো কিংবা সুপার এইটও হতে পারে বলে জানা যাচ্ছে। আর দলটির নেতৃত্বে তরুণদের আধিক্য থাকায় ৫০ ঊর্ধ্বদের নিয়ে গঠিত হতে পারে উপদেষ্টা পরিষদ। জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
দলের নাম ও কমিটিতে কারা থাকছেন, এসব বিষয় নিয়ে নাগরিক কমিটির নেতারা অতিমাত্রায় গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করেন। এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ পদ নিয়ে কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ ও যুগ্ম সদস্যসচিব রাফে সালমান রিফাতের সঙ্গে কমিটিতে থাকা বিভিন্ন পক্ষের অসন্তোষের খবর বাইরে চলে আসে। সর্বশেষ তারা নতুন দলে না থাকার ঘোষণা দেন। মূলত দলের সদস্যসচিব পদ নিয়ে সবার প্রত্যাশাকে ঘিরে এই অসন্তোষ। তবে নাহিদ ইসলাম আহ্বায়ক ও সদস্যসচিব হিসেবে আখতার হোসেনের নাম চূড়ান্ত করা হয়।
গতকাল নাগরিক কমিটির সভায় প্রধান সমন্বয়কারী হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) পদে হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে সারজিস আলমের নাম চূড়ান্ত করা হয়। দপ্তর সম্পাদক হিসেবে সালেহ উদ্দিন সিফাতের নাম বিবেচনায় আছে। এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ডা. তাসনিম জারা, মনিরা শারমিন ও নাহিদা সরোয়ার নিভা অধিকতর বিবেচনায় আছেন।