
ময়মনসিংহ প্রতিনিধি

দীর্ঘ দুই দশক পর আজ মঙ্গলবার ময়মনসিংহে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগজুড়ে নেতা-কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এই সমাবেশকে স্মরণকালের বৃহত্তম জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।
দলীয় সূত্র অনুযায়ী, আজকের এই জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের 'ধানের শীষ' প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান। জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৬ জানুয়ারি) ময়মনসিংহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, জনসভা সফল করতে ইতিমধ্যে বিভাগের চার জেলা ছাড়াও মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং বিভিন্ন উপজেলার নেতাদের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় দিকনির্দেশনা। তিনি আরও জানান, সমাবেশস্থলের মূল মঞ্চের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিপুল জনসমাগমের কথা বিবেচনা করে বিভিন্ন পয়েন্টে বড় এলইডি স্ক্রিন বসানো হচ্ছে এবং নারী অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে আলাদা বসার ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে শরীফুল আলম আরও বলেন, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তাঁর আগমন ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সার্কিট হাউস মাঠসহ পুরো শহরজুড়ে মানুষের উপস্থিতি থাকবে।
তিনি জানান, জনসভার মাঠে সুপেয় পানির ব্যবস্থা রাখা হবে এবং নিরাপত্তার স্বার্থে পুরো সমাবেশ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এ ছাড়া প্রশাসনের কাছে লিখিতভাবে প্রয়োজনীয় আবেদন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। আয়োজকদের মতে, সব প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন হলে আজকের জনসভা হবে শান্তিপূর্ণ ও সফল।

দীর্ঘ দুই দশক পর আজ মঙ্গলবার ময়মনসিংহে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগজুড়ে নেতা-কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। এই সমাবেশকে স্মরণকালের বৃহত্তম জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে দলটি।
দলীয় সূত্র অনুযায়ী, আজকের এই জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের 'ধানের শীষ' প্রতীকের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে। একই সঙ্গে প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বিএনপি চেয়ারম্যান। জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এই জনসভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৬ জানুয়ারি) ময়মনসিংহে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, জনসভা সফল করতে ইতিমধ্যে বিভাগের চার জেলা ছাড়াও মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং বিভিন্ন উপজেলার নেতাদের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। প্রতিটি ইউনিটের নেতা-কর্মীদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় দিকনির্দেশনা। তিনি আরও জানান, সমাবেশস্থলের মূল মঞ্চের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিপুল জনসমাগমের কথা বিবেচনা করে বিভিন্ন পয়েন্টে বড় এলইডি স্ক্রিন বসানো হচ্ছে এবং নারী অংশগ্রহণকারীদের জন্য রাখা হয়েছে আলাদা বসার ব্যবস্থা।
সংবাদ সম্মেলনে শরীফুল আলম আরও বলেন, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তাঁর আগমন ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সার্কিট হাউস মাঠসহ পুরো শহরজুড়ে মানুষের উপস্থিতি থাকবে।
তিনি জানান, জনসভার মাঠে সুপেয় পানির ব্যবস্থা রাখা হবে এবং নিরাপত্তার স্বার্থে পুরো সমাবেশ এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এ ছাড়া প্রশাসনের কাছে লিখিতভাবে প্রয়োজনীয় আবেদন করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা করছে বলেও তিনি উল্লেখ করেন। আয়োজকদের মতে, সব প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন হলে আজকের জনসভা হবে শান্তিপূর্ণ ও সফল।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দেশের মানুষ দেশের পক্ষের শক্তিকে পাশে পাবে। বিএনপি দেশের মানুষের রাজনৈতিক দল। এই দলের পরিকল্পনার সবকিছুই দেশের মানুষকে নিয়ে।
৩ ঘণ্টা আগে
নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ দাবি করেন, ‘ছাত্র নামধারী কিছু ব্যক্তি শিক্ষার্থীরূপে এসে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর অতর্কিত হামলা চালান।’ এ সময় তিনি তাদের মূলত মির্জা আব্বাসের ‘লোক’ বলে দাবি করেন।
৩ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই তথ্য জানান।
৪ ঘণ্টা আগে
এর আগে হাইকোর্ট সরোয়ার আলমগীরকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। একই দিনে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছিল। প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। প্রিমিয়ার লিজিংয়ের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মলয় কুম
৫ ঘণ্টা আগে