top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

‍‍‘৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি বলিনি‍‍’

‍‍‘৫ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি বলিনি‍‍’
সীমান্ত সম্মেলন নিয়ে বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সরকারকে আরও পাঁচ বছর ক্ষমতায় রাখার বিষয়ে আমি নিজে কিছু বলিনি, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ দাবি জনগণের বলে জানান তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কবে হবে, তা ইতোমধ্যে প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

চট্টগ্রামের ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানকে ঘিরে আগের দিন হামলার প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে এমন কিছু না ঘটে সে জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এর আগে সুনামগঞ্জে সাংবাদিকদের তিনি বলেছিলেন, সাধারণ মানুষ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে। আপনারা আরও পাঁচ বছর থাকেন।

এ বক্তব্যকে ঘিরে পরবর্তীতে নানা আলোচনা-সমালোচনার তৈরি হয়।

r1 ad
top ad image