কেউ নোংরামি করলে নোংরামিতে প্রতিবাদ জানাতে চাই না: আবিদ

ঢাবি প্রতিনিধি
টিএসসি কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি: রাজনীতি ডটকম

কেউ নোংরামি করলে তার সঙ্গে নোংরামি করে প্রতিবাদ জানাতে চান না বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের টিএসসি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদে এ কথা বলেন তিনি।

আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে অসংখ্য প্রোপাগান্ডার শিকার করা হয়েছে। আমাদের নিয়ে যদি কেউ নোংরামি করে, তার সঙ্গে নোংরামি করে প্রতিবাদ জানাতে চাই না। আমরা সত্য ও সৌন্দর্য দিয়ে প্রতিবাদ জানাতে চাই।

আবিদ বলেন, আপনারা দেখেছেন, বারবার সব জায়গায় আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের ছেলেমেয়েদের আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণের নির্দেশনা দিয়েছি। এই নির্বাচনকে আমরা বাংলাদেশের ইতিহাসে একটি রোল মডেলে রূপান্তরিত করতে চাই।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে আবিদ বলেন, আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ পরিকল্পিত এবং এর কোনো ভিত্তি নেই। প্রথম যে নিউজ করা হয়েছিল, সেটি আমাকে দেখানো হয়েছে, যা আসলে আমার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে করা হয়েছিল। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।

চিফ রিটার্নিং কর্মকর্তা নিজেই তাকে ভোট দিতে নিয়ে গেছেন জানিয়ে আবুদ বলেন, তিনি আমাকে ভোটকেন্দ্রে নিয়ে গেছেন এবং স্বচ্ছ ব্যালট বাক্স আমাকে প্রদর্শন করেছেন। নির্বাচনে প্রার্থীরা এমনটি দেখার অধিকার রাখে, এটি স্বাভাবিক বিষয়। অভিযোগ করলে অনেক কিছুই বলা যায়, কিন্তু আজ কোনো অভিযোগের ভিত্তি নেই বলেও জানান তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের প্রতিনিধি নির্বাচন করুন : তারেক রহমান

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। পাশাপাশি যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেব

১৫ ঘণ্টা আগে

নির্বাচিত সরকার জনগণের কাছে স্বচ্ছ ও জবাবদিহি থাকবে : আমীর খসরু

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার চরবস্তি, বিজয়নগর, ফুলছরি পাড়া, নিজাম মার্কেট, দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বিভিন্ন পথসভায় তিনি এ কথা বলেন। গণসংযোগে বিপুলসংখ্যক নেতাকর্মী, সাধারণ জণগণ, নারী, তরুণের অংশগ্রহণ করেন।

১৫ ঘণ্টা আগে

ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান

তিনি বলেন, ১৯৯১ সালেও ধানের শীষ বিজয়ী হওয়ার মধ্য দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। এরপর তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ দেড়যুগ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। যখনই ধানের শীষ জয়ী হয়, তখন দেশের গণতন্ত্র জয়লাভ করে।

১৬ ঘণ্টা আগে

আবারও ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি : হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, গত ১৭ বছর আমাদের টুটি চেপে ধরা হয়েছিল, যারা ভিন্নমত পোষণ করত তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো, বাংলাদেশ একটা উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল, গুম করা হতো, আয়না ঘরে নেওয়া হতো, ক্রসফায়ারে দেওয়া হতো, ভিন্ন মত ও চিন্তার মানুষগুলোকে বলা হতো পিন্ডি বা দিল্লি চলে যেতে। এ

১৭ ঘণ্টা আগে