শিক্ষাই পেলেন অধ্যাপক আবরার, দায়িত্ব কমলো ওয়াহিদউদ্দিনের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ার পর শপথ বইয়ে সই করছেন অধ্যাপক আবরার। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

সদ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারকে (সি আর আবরার) শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার জন্যই তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছিল সরকারের পক্ষ থেকে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়সহ পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে এতদিন ছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি এখন থেকে কেবল পরিকল্পনা মন্ত্রণালয় সামলাবেন।

বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টনের প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশীদ প্রজ্ঞাপনে সই করেছেন।

উপদেষ্টা পরিষদের দপ্তর বণ্টন নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের আগের অন্যান্য দপ্তর উপদেষ্টাদের মধ্যে বণ্টন বিষয়ে জারি করা প্রজ্ঞাপনগুলো অপরিবর্তিত থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে বুধবার সকালে অধ্যাপক আবরারকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে সকাল সোয়া ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে উপদেষ্টা হিসেবে শপথ পাঠ করেন তিনি।

অধ্যাপক আবরারের নিয়োগের বিষয়টি জানা যায় গতকাল মঙ্গলবার। এ দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, শিক্ষা উপদেষ্টা হিসেবে অধ্যাপক আবরার দায়িত্ব পেতে পারেন। শপথের পর দপ্তর পুনর্বণ্টনের প্রজ্ঞাপনে সেটিই নিশ্চিত করা হলো।

অন্যদিকে বুধবারই প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমেদ তৈয়্যবকেও নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে প্রথমজনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং দ্বিতীয়জনকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নারীদের নিরাপত্তায় ৫ পদক্ষেপ নেবে বিএনপি: তারেক রহমান

ঘর ও কর্মক্ষেত্রসহ জনসমাগমস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে পাঁচটি পদক্ষেপ বাস্তবায়ন করবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

১৩ ঘণ্টা আগে

‘তত্ত্বাবধায়ক রায়ে সফল হলো বিএনপির আন্দোলন’

খসরু মাহমুদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে মানুষকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন এটি ফেরত এসেছে। কিভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা হবে। সুষ্ঠু নির্বাচন সম্ভব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই ব্যবস্থায় গ্রহণযোগ্য অনেক নির্বাচন ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে।

১৪ ঘণ্টা আগে

কেরানীগঞ্জ–সাভার আসন: এনসিপির মনোনয়নপ্রত্যাশী ৫

এই পাঁচ নেতার প্রত্যেকেই বিশ্বাস করেন, দল তাকেই আগামী জাতীয় নির্বাচনে শাপলা কলি প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। শুধু তাই নয়, মনোনয়ন পেলে এ আসনে এনসিপির হয়ে জয় ছিনিয়ে আনার বিষয়েও তারা আত্মবিশ্বাসী।

১৬ ঘণ্টা আগে

নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় ৮ দল, নতুন কর্মসূচি ঘোষণা

ঘোষিত কর্মসূচি অনুসারে—৩০ নভেম্বরের সমাবেশ হবে রংপুরে। ১ ডিসেম্বরের সমাবেশ হবে রাজশাহীতে। এই ধারাবাহিকতায় ২ ডিসেম্বর খুলনায়, ৩ ডিসেম্বর বরিশালে, ৪ ডিসেম্বর ময়মনসিংহে, ৫ ডিসেম্বর সিলেটে ও ৬ ডিসেম্বর চট্টগ্রামে অন্য সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে ৮ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

১ দিন আগে