প্রতিবেদক, রাজনীতি ডটকম
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে সম্পর্ক না থাকলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে তাদের জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, দুই উপদেষ্টার সঙ্গে সম্পর্ক না থাকার পরও তাদের এনসিপির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলব, এটি খুবই উদ্দেশ্যমূলক। গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা সরকারে রয়েছেন। সরকার থেকে তারা আদৌ বের হবেন কি না, সেটি একান্তই তাদের সিদ্ধান্ত।
শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের বৈধতাসহ আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের ছাত্র উপদেষ্টাসহ সব উপদেষ্টা একসঙ্গে কাজ করবেন। দুজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার করা হচ্ছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জুলাই অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। তখন সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে গত ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পরে দপ্তরবিহীন উপদেষ্টা ছিলেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় তাকে। এখন সরকারে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমই ছাত্র প্রতিনিধি হিসেবে রয়ে গেছেন। তবে ছাত্রদের গড়ে তোলা দল এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে অনেকেই কথা বলে থাকেন।
এর পরিপ্রেক্ষিতেই শনিবার সংবাদ সম্মেলন করেন নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, তারা (দুই ছাত্র উপদেষ্টা) গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চান, নির্বাচন করতে চান, তাহলে তারা সরকারে থেকে সেটা পারবেন না। আমি যেমন সরকার থেকে বের হয়ে এসেছি, দলীয় রাজনীতি বা নির্বাচন করতে চাইলে তাদেরও বেরিয়ে আসতে হবে সরকার থেকে।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে সম্পর্ক না থাকলেও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে তাদের জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, দুই উপদেষ্টার সঙ্গে সম্পর্ক না থাকার পরও তাদের এনসিপির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলব, এটি খুবই উদ্দেশ্যমূলক। গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তারা সরকারে রয়েছেন। সরকার থেকে তারা আদৌ বের হবেন কি না, সেটি একান্তই তাদের সিদ্ধান্ত।
শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের বৈধতাসহ আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের ছাত্র উপদেষ্টাসহ সব উপদেষ্টা একসঙ্গে কাজ করবেন। দুজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার করা হচ্ছে আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জুলাই অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়। তখন সরকারে ছাত্র প্রতিনিধি হিসেবে ছিলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে গত ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এদিকে মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পরে দপ্তরবিহীন উপদেষ্টা ছিলেন। নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় তাকে। এখন সরকারে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমই ছাত্র প্রতিনিধি হিসেবে রয়ে গেছেন। তবে ছাত্রদের গড়ে তোলা দল এনসিপির সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে অনেকেই কথা বলে থাকেন।
এর পরিপ্রেক্ষিতেই শনিবার সংবাদ সম্মেলন করেন নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, তারা (দুই ছাত্র উপদেষ্টা) গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চান, নির্বাচন করতে চান, তাহলে তারা সরকারে থেকে সেটা পারবেন না। আমি যেমন সরকার থেকে বের হয়ে এসেছি, দলীয় রাজনীতি বা নির্বাচন করতে চাইলে তাদেরও বেরিয়ে আসতে হবে সরকার থেকে।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শনিবার (২৪ মে) রাত ৮টায় তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হলেন নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
৫ ঘণ্টা আগেসরেজমিন দেখা যায়, বিএনপির প্রতিনিধি দলের মধ্যে প্রথমে যমুনায় প্রবেশ করেন সালাহউদ্দিন আহমেদ। এরপর বাকি ৩ সদস্য প্রবেশ করেন।
৬ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ রাত ৮:৩০ টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বতী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন।
৭ ঘণ্টা আগেউপদেষ্টা পরিষদ বিবৃতিতে বলছে, দেশকে স্থিতিশীল রাখতে, নির্বাচন-বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এ দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে।
৯ ঘণ্টা আগে