আ.লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা\n
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও জুলাই গণহত্যায় জড়িত অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন চালিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন।
বৃহস্পতিবার রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়ার পর আন্দোলনকারীরা শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে পালন করছেন শাহবাগ ব্লকেড কর্মসূচি। আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়ায় তারা \'মার্চ টু যমুনা\' কর্মসূচি পালন করবেন
এ পরিস্থিতিতে শনিবার রাত ৮টায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয় এ বৈঠক।
বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থকগোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।
বিবৃতিতে আরও বলা হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।
এর পাশাপাশি উপদেষ্টা পরিষদের বিশেষ এ বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।