জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষ, রক্তাক্ত ভিপি নুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ২২: ৩৮
শুক্রবার রাতে সংঘর্ষে আহত নুরুল হক নুরকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: রাজনীতি ডটকম

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তার রক্তাক্ত অবস্থার বেশকিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নুরুল হক নুরের ফেসবুক পেজ থেকে অ্যাডমিনের দেওয়া স্ট্যাটাসে দাবি করা হয়েছে, জাতীয় পার্টিকে নিরাপত্তা দিয়ে নুরুল হক নুরকে পুলিশ ও সেনাবাহিনী রক্তাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে এ অভিযোগ নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আহত হন নুরুল হক নুর। তাকে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের একজন নেতা বলেন, জরুরি সংবাদ সম্মেলন করার জন্য নুরুল হক নুর তাদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের দোসর এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করেন। এতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা থেকেই জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষ চলছে। এ দিন সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিজয়নগরে মুখোমুখি হয় দল দুটি। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

এ সংঘর্ষের পর রাজধানীর বিজয়নগর থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য পাঠানো হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনীও।

JaPa-GonoOdhikar Clash On Friday 29-08-2025 (1)

সংঘর্ষের পর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়। ছবি: রাজনীতি ডটকম

পরে রাত সাড়ে ৮টার দিকে ফের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সেনাবাহিনী ও পুলিশ জাপা কার্যালয়ের সামনে থেকে ধাওয়া দিয়ে পল্টনের দিকে নিয়ে যাচ্ছিল। জাপা কার্যালয়ের সামনে অবস্থান করেছিলেন নুর।

এ সময় গণঅধিকার পরিষদের কর্মীদের ধাওয়া দিলে তারা জাতীয় পার্টি অফিসের দিকে ছুটে যান। সেনাবাহিনী ও পুলিশের ধাওয়া খেয়ে কর্মীরা কার্যালয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখনই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মিলে সবাইকে বেধড়ক লাঠিচার্জ করেন। তাদের ফাঁকে পড়ে নুর আহত হন।

এর আগে সন্ধ্যার সংঘর্ষ নিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের অভিযোগ, জাতীয় পার্টির ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গণঅধিকার পরিষদের মিছিলে অতর্কিত হামলা করেন। এতে দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি নিজেও আহত হয়েছেন।

JaPa-GonoOdhikar Clash On Friday 29-08-2025 (2)

কাকরাইল ও বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ছবি: রাজনীতি ডটকম

গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে পেছন থেকে জাতীয় পার্টি ও লীগের ‘সন্ত্রাসী’দের হামলার অভিযোগ করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, জাপার বিষয়ে নিরব, সামনে পরিস্থিতি টের পাবেন, অপেক্ষা করুন।

জাতীয় পার্টির পক্ষ থেকে অবশ্য পালটা অভিযোগ করা হয়েছে গণঅধিকার পরিষদের বিরুদ্ধে। দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সপরিবারে হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

দেড় যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন, নেতাকর্মী, সমর্থক এবং সর্বসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ, কৌতূহল ও আবেগের সঞ্চার হয়েছে। এ প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরা নয়, বরং সর্বজনীন প্রত্যাশা ও আকাঙ্ক্ষার মেলবন্ধন, যার সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান এ

৫ ঘণ্টা আগে

বিএনপির মনোনয়ন পেলেন অ্যাটর্নি জেনারেল, পদত্যাগ করবেন ‘যথাসময়ে’

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে বুধবার অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, আমি নির্বাচন করব। নমিনেশন চেয়েছি। এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি। এই পদ ছেড়ে দিয়েই ভোট করব। যথাসময়ে পদত্যাগ করব।

৯ ঘণ্টা আগে

মনোনয়নপত্র নিলেন ‘স্বতন্ত্র’ রুমিন ফারহানা

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন।

৯ ঘণ্টা আগে

মান্না-সাইফুল-সাকিসহ আরও ৮ আসনে ছাড় বিএনপির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের সঙ্গী আরও সাত নেতার জন্য আটটি আসনে প্রার্থী ছাড় দিয়েছে বিএনপি। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি রয়েছেন এই তালিকায়।

১১ ঘণ্টা আগে