top ad image
top ad image
home iconarrow iconঘরের রাজনীতি

ফিরোজার উদ্দেশে খালেদা জিয়া, বিভিন্ন সড়কে বিএনপি নেতাকর্মী

ফিরোজার উদ্দেশে খালেদা জিয়া, বিভিন্ন সড়কে বিএনপি নেতাকর্মী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করেছে।

আজ মঙ্গলবার সকাল প্রায় পৌনে এগারটায় এই বিমানটি অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি।

দেখা গেছে, নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া। আর তার পেছনে রয়েছেন দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী।

বিএনপির নেতাকর্মীরা তাদের নেত্রীকে স্বাগত জানাতে বিমান বন্দরের দুই রাস্তার পাশের ফুটপাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে অবস্থান করছেন।

চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া, বিমানবন্দরের সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সেনাবাহিনীর সদস্যদের রাস্তায় শৃঙ্খলা বজায় ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছেন। এছাড়া পুলিশকে রাস্তায় যাতে জনসমাগম না হয় সে কারণে ব্যস্ত থাকতে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে। তবে ফুটপাতে থাকছেন না বিএনপি নেতাকর্মীরা। রাস্তায়ও তাদের দাঁড়াতে দেখা গেছে।

এদিকে, গতকাল সোমবারই ডিএমপি বড় ধরনের যানজট এড়াতে বিমান বন্দরের সড়ক পরিহার করতে অনুরোধ জানিয়েছে।

r1 ad
top ad image