ফিরোজার উদ্দেশে খালেদা জিয়া, বিভিন্ন সড়কে বিএনপি নেতাকর্মী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করেছে।

আজ মঙ্গলবার সকাল প্রায় পৌনে এগারটায় এই বিমানটি অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১১টা ২০ মিনিটে নেতাকর্মীদের বাঁধভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন তিনি।

দেখা গেছে, নিজের দীর্ঘদিনের নিশান পেট্রোল গাড়ির সামনের সিটে বসেছেন খালেদা জিয়া। আর তার পেছনে রয়েছেন দুই ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমানের স্ত্রী এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী।

বিএনপির নেতাকর্মীরা তাদের নেত্রীকে স্বাগত জানাতে বিমান বন্দরের দুই রাস্তার পাশের ফুটপাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে অবস্থান করছেন।

চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া, বিমানবন্দরের সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

সেনাবাহিনীর সদস্যদের রাস্তায় শৃঙ্খলা বজায় ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছেন। এছাড়া পুলিশকে রাস্তায় যাতে জনসমাগম না হয় সে কারণে ব্যস্ত থাকতে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে। তবে ফুটপাতে থাকছেন না বিএনপি নেতাকর্মীরা। রাস্তায়ও তাদের দাঁড়াতে দেখা গেছে।

এদিকে, গতকাল সোমবারই ডিএমপি বড় ধরনের যানজট এড়াতে বিমান বন্দরের সড়ক পরিহার করতে অনুরোধ জানিয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সচিব রিজভী

৪১ সদস্যের এই কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির আরও দুই সদস্য সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদুকে রাখা হয়েছে ভাইস চেয়ারম্যান হিসেবে। দলীয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে দেওয়া হয়েছে প্রধান সমন্বয়কের দায়িত্ব।

১ দিন আগে

রাজনীতিতে নারী নেতৃত্ব কি পর্দার আড়ালে চলে গেল?

শেখ হাসিনার পলায়ন ও রওশন এরশাদের অনুপস্থিতির পর খালেদা জিয়ার প্রয়াণে দেশের রাজনীতিতে নারী নেতৃত্বই পর্দার আড়ালে চলে গেল কি না, সে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে— রাজনীতির মাঠে এখন যেসব নারীরা রয়েছেন, তাদের মাধ্যমে কি রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নারী নেতৃত্বের শূন্যতা আদৌ পূরণ হবে? নাকি রাজনীতি পরিপ

১ দিন আগে

তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

এ সময় জামায়াত আমিরের উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ওপর আলোকপাত করা হয়।

১ দিন আগে

এবার এনসিপির মিডিয়া সেল প্রধানের পদত্যাগ

দলের সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে নীতিগত দ্বিমত পোষণ করে তিনি লেখেন, ‘সম্প্রতি আসন্ন জাতীয় নির্বাচনের সামনে রেখে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার সঙ্গে আমি নীতিগতভাবে একমত নই।’

১ দিন আগে