এনসিপির সমাবেশ: জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন সমাবেশস্থলে।

রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হবে।

সমাবেশস্থল ঘুরে দেখা গেছে, দলটির নেতাকর্মীরা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন। তবে বিকেল ৪টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এখনও নেতাকর্মীদের তেমন ভিড় দেখা যায়নি। উপস্থিত আছেন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সমাবেশস্থলে শহীদ মিনারের বেদীর দুই পাশে বড় দুটি প্রজেক্টর লাগানো হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকটি মনিটর লাগানো হয়েছে। এসব মনিটরে জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে।

জয়পুরহাট থেকে আসা এনসিপিকর্মী হাসান বলেন, আজকে ঐতিহাসিক ইশতেহার দেবে এনসিপি। এই ইশতেহার নতুন বাংলাদেশের সূচনা করবে। আমাদের ইশতেহারে বাংলাদেশের সার্বভৌমত্ব ও দেশের জনগণের কল্যাণ নিহিত থাকবে।

দলটির একটি সূত্র জানিয়েছে, শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে, পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সবকিছু নিয়ে দলটির পরিকল্পনা ইশতেহারে তুলে ধরা হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে : মির্জা আব্বাস

মির্জা আব্বাস বলেন, ‘পিআরসহ কিছু অযৌক্তিক দাবিতে নির্বাচন বানচালের হুমকি দিয়ে একটি ধর্ম ব্যবসায়ী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। একদিকে বিভ্রান্তি ছড়াচ্ছে অন্যদিকে নির্বাচনী কর্মকাণ্ড পুরোদমে চালিয়ে যাচ্ছে। এ দলটি সব সময়ই জাতিকে অন্ধকারে রাখতে পছন্দ করে। তারা মুখে এক কথা বলে আর বাস্তবে ভিন্নরূপ।’

২০ ঘণ্টা আগে

সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে পারে জামায়াত: গোলাম পরওয়ার

জামায়াত নেতাকর্মীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন থেকে আপনারা পরিকল্পনা করেন যার যার নির্বাচনী এলাকায় কবে বাড়ি যাবেন, যতক্ষণ যেতে দেরি হবে নিজের উপজেলা, ইউনিয়ন, গ্রামের সাথে যোগাযোগ রক্ষা করার কথাও বলেন তিনি।

১ দিন আগে

নিম্নকক্ষে পিআর অযৌক্তিক : সারোয়ার তুষার

তিনি বলেন, বর্তমান সরকার এক বছরের বেশি সময় ধরে আছে। তিন মাসের মধ্যেই তারা নির্বাচন দিয়ে সরে যেতে পারত। কিন্তু তারা তা করেনি। তারা থেকে গেছে যাতে সংস্কার নিশ্চিত করা যায়। তাই জুলাই সনদ বাস্তবায়ন এই সরকারকেই করতে হবে তাদের নিজস্ব বৈধতার জন্য।

১ দিন আগে

বিএনপি আসনভিত্তিক একক প্রার্থীর তালিকা চূড়ান্তের পথে

১ দিন আগে