রোজার আগেই নির্বাচন— তারেকের প্রস্তাবে সম্ভাবনার ইঙ্গিত ইউনূসের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জুন ২০২৫, ১৬: ৪৯
একান্ত এ বৈঠকে কেবল অধ্যাপক ইউনূস ও তারেক রহমানই উপস্থিত রয়েছেন। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে টানাপোড়েনের অবসান ঘটার ইঙ্গিত মিলেছে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকে।

তারেক রহমান বৈঠকে আগামী বছর রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। প্রধান উপদেষ্টা জবাবে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথার পুনরাবৃত্তি করেন। তবে সংস্কার কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হলে রমজানের আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে— এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

আগামী বছরের ফেব্রুয়ারির ‍তৃতীয় সপ্তাহে রমজান শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৭ ফেব্রুয়ারি বা এর দুয়েকদিন আগে-পরে শুরু হতে পারে রোজা। সেক্ষেত্রে রমজানের অন্তত এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হলে তা ১০ ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। বেশকিছু রাজনৈতিক দলসহ বিশেষজ্ঞরাও ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছিলেন।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ দিন লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিট) বহুল আলোচিত এ বৈঠক শুরু হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা উঠলে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করে আসছে।

নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা বরাবরই বলছিলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। বিএনপি এই টাইম ফ্রেমে সন্তুষ্ট না হয়ে নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছিল। এর মধ্যে ঈদুল আজহার আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেন, এপ্রিলের প্রথমার্ধেই নির্বাচন হবে। বিএনপি অবশ্য তাতে সন্তুষ্ট হতে পারেনি।

এসব নিয়ে টানাপোড়েনের মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হলো। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বার্তায় আরও বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তবে সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করতে হবে।

তারেক রহমান প্রধান উপদেষ্টার এ অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।

দুই ধাপে অনুষ্ঠিত বৈঠকের প্রথম ধাপে সরকার ও বিএনপির প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পরের ধাপে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। অর্থাৎ কেবল তারা দুজনই এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে খলিলুর রহমান ও আমীর খসরু সাংবাদিকদের ব্রিফ করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেষ দিনে ৪৪২-সহ ডাকসুর মনোনয়ন সংগ্রহ ৫৬৫ প্রার্থীর

ব্রিফিংয়ে অধ্যাপক জসীম উদ্দিন বলেন, সপ্তম দিনে ডাকসুর বিভিন্ন পদে জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৪৪২ জন। এখন পর্যন্ত সাত দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদের জন্য মোট মনোনয়ন সংগ্রহ করেছে এক হাজার ২২৬ জন।

১৫ ঘণ্টা আগে

ব্যাটল অব হ্যাস্টিংসের ইতিহাস

ইংল্যান্ডের সিংহাসন তখন ছিল এক জটিল রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্র। ইংরেজ রাজা এডওয়ার্ড দ্য কনফেসর ১০৬৬ সালের জানুয়ারিতে উত্তরাধিকারী ছাড়াই মারা যান। তাঁর মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াল—কে ইংল্যান্ডের নতুন রাজা হবেন? রাজ্যের প্রধান অভিজাতেরা হ্যারল্ড গডউইনসনকে রাজা ঘোষণা করলেন।

১৫ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ

ডাকসুকে ভিপি পদে প্রার্থী সাদিক কায়েম শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। অন্যদিকে জিএস পদে প্রার্থী এস এম ফরহাদ শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি।

১৭ ঘণ্টা আগে

ডাকসুতে শিবিরের প্যানেল ঘোষণা, নেতৃত্বে যারা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিবিরের সাবেক সভাপতি সাদেক কায়েমকে ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি।

১৯ ঘণ্টা আগে