
প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে টানাপোড়েনের অবসান ঘটার ইঙ্গিত মিলেছে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকে।
তারেক রহমান বৈঠকে আগামী বছর রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। প্রধান উপদেষ্টা জবাবে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথার পুনরাবৃত্তি করেন। তবে সংস্কার কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হলে রমজানের আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে— এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
আগামী বছরের ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রমজান শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৭ ফেব্রুয়ারি বা এর দুয়েকদিন আগে-পরে শুরু হতে পারে রোজা। সেক্ষেত্রে রমজানের অন্তত এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হলে তা ১০ ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। বেশকিছু রাজনৈতিক দলসহ বিশেষজ্ঞরাও ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছিলেন।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ দিন লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিট) বহুল আলোচিত এ বৈঠক শুরু হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা উঠলে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করে আসছে।
নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা বরাবরই বলছিলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। বিএনপি এই টাইম ফ্রেমে সন্তুষ্ট না হয়ে নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছিল। এর মধ্যে ঈদুল আজহার আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেন, এপ্রিলের প্রথমার্ধেই নির্বাচন হবে। বিএনপি অবশ্য তাতে সন্তুষ্ট হতে পারেনি।
এসব নিয়ে টানাপোড়েনের মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হলো। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বার্তায় আরও বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।
প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তবে সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে।
তারেক রহমান প্রধান উপদেষ্টার এ অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।
দুই ধাপে অনুষ্ঠিত বৈঠকের প্রথম ধাপে সরকার ও বিএনপির প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পরের ধাপে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। অর্থাৎ কেবল তারা দুজনই এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে খলিলুর রহমান ও আমীর খসরু সাংবাদিকদের ব্রিফ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে টানাপোড়েনের অবসান ঘটার ইঙ্গিত মিলেছে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত বৈঠকে।
তারেক রহমান বৈঠকে আগামী বছর রমজান শুরুর আগেই নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছেন। প্রধান উপদেষ্টা জবাবে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথার পুনরাবৃত্তি করেন। তবে সংস্কার কার্যক্রম কাঙ্ক্ষিত গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হলে রমজানের আগেই নির্বাচন আয়োজন করা যেতে পারে— এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
আগামী বছরের ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রমজান শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৭ ফেব্রুয়ারি বা এর দুয়েকদিন আগে-পরে শুরু হতে পারে রোজা। সেক্ষেত্রে রমজানের অন্তত এক সপ্তাহ আগে নির্বাচন অনুষ্ঠিত হলে তা ১০ ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। বেশকিছু রাজনৈতিক দলসহ বিশেষজ্ঞরাও ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছিলেন।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বিকেল সোয়া ৪টায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এ দিন লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিট) বহুল আলোচিত এ বৈঠক শুরু হয়।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা উঠলে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি করে আসছে।
নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টা বরাবরই বলছিলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। বিএনপি এই টাইম ফ্রেমে সন্তুষ্ট না হয়ে নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছিল। এর মধ্যে ঈদুল আজহার আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেন, এপ্রিলের প্রথমার্ধেই নির্বাচন হবে। বিএনপি অবশ্য তাতে সন্তুষ্ট হতে পারেনি।
এসব নিয়ে টানাপোড়েনের মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হলো। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বার্তায় আরও বলা হয়, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।
প্রধান উপদেষ্টা বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তবে সব প্রস্তুতি শেষ করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে।
তারেক রহমান প্রধান উপদেষ্টার এ অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।
দুই ধাপে অনুষ্ঠিত বৈঠকের প্রথম ধাপে সরকার ও বিএনপির প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পরের ধাপে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। অর্থাৎ কেবল তারা দুজনই এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে খলিলুর রহমান ও আমীর খসরু সাংবাদিকদের ব্রিফ করেন।

নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। চলমান রাজনৈতিক সংকট, আইনশৃঙ্খলার অবনতি, নির্বাচন কমিশনের ভূমিকা ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর চাপের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
৭ ঘণ্টা আগে
তিনি বলেন, একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের কাঁধে চেপে বসেছিল। যার মাধ্যমে তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে এবং তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
৮ ঘণ্টা আগে
সৈয়দ এ সিদ্দিক সাজু দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা-১৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় লক্ষাধিক ভোট পেয়েছিলেন। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।
৮ ঘণ্টা আগে
নাহিদ বলেন, উনি পদত্যাগ করেছেন সরকার থেকে। আজ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আমরা আশা করব, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে আমাদের পথচলা সামনের দিনগুলোতেও পুরনো দিনগুলোর মতো আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।
৮ ঘণ্টা আগে