নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে লাভ নাই: আমীর খসরু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে লাভ নাই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো লক্ষণ আমি দেখছেন না, বরং নির্বাচন হওয়ার প্রস্তুতি চলছে। সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য। আগামী দিনের নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করে তো লাভ নাই বলেন তিনি।

রোববার (২৯ জুন) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কুমিল্লার ঘটনাকে রাজনীতিকীকরণ করে একটি পক্ষ নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘সমস্যা হচ্ছে—সমস্যা সমাধান না করে রাজনীতিকীকরণের পথ বেছে নিলে সমস্যা কিন্তু বাড়তে থাকবে। সারা দেশে এ রকম অনেক ঘটনা ঘটছে। সুতরাং একটা বিষয় পরিষ্কার হতে হবে—যারা এ বিষয়গুলো রাজনীতিকীকরণের মাধ্যমে আগামী দিনের তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার সুযোগ খুঁজছে, তাদের সেটা সফল হওয়ার সুযোগ নাই। কারণ, মিথ্যাচারের মাধ্যমে মানুষের চোখ অন্য দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। কারা করেছে, সবাই জানে।’

আমীর খসরু আরও বলেন, ‘আগামী দিনে নির্বাচনে সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এ ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকীকরণের যে কথাবার্তা চলছে, এটা খুব দুঃখজনক। এখান থেকে বেরিয়ে আসতে হবে। এর বিরুদ্ধে সরকারকে আরও সক্ষম হতে হবে।’

কানাডিয়ান হাইকমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, আলোচনার বিষয়বস্তু স্বাভাবিকভাবেই ফেব্রুয়ারির নির্বাচন। নির্বাচনের প্রস্তুতি, সরকারের পক্ষ থেকে প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি—এগুলো নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে তাদের (কানাডা) সহযোগিতা থাকবে। নির্বাচন কমিশনের সঙ্গেও তারা কাজ করতে প্রস্তুত রয়েছে।

এ ছাড়া বাংলাদেশের সঙ্গে কানাডা-সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা হয়েছে বলে জানান খসরু।

এর আগে আজ বিকেলে কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন। এ সময় কানাডিয়ান হাইকমিশনার ও বিএনপি মহাসচিব বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিএনপি মহাসচিবের সঙ্গে এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

২৩ পদে শিবিরের জয়

জিএস পদে ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হন এসএম ফরহাদ। তিনিও ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে লড়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ৪ হাজার ৯৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

৯ ঘণ্টা আগে

ভিপি সাদিক-জিএস ফরহাদ-এজিএস মহিউদ্দীন— ডাকসুতে শিবিরের জয়জয়কার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে’র প্রার্থীরা বিপুল ব্যবধানে জয় পেয়েছেন। এই প্যানেল থেকেই ডাকসুতে সহসভাপতি (ভিপি) পদে সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ হোসেন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মো. মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছ

১২ ঘণ্টা আগে

ডাকসুর ফলের অপেক্ষায় উৎসবমুখর সিনেট ভবন

ভোট গ্রহণ শেষ হওয়ার আট ঘণ্টা পেরিয়ে গেলেও ডাকসু নির্বাচনের ফলের জন্য অপেক্ষার প্রহর যেন ফুরোচ্ছে না। বিকেল ৪টায় ভোট শেষে এখন মধ্যরাতে সবাই ভিড় জমিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। নানা স্লোগান আর করতালিতে সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

২০ ঘণ্টা আগে

ডাকসুর ফলাফল নিয়ে ছাত্রশিবির সভাপতির বার্তা

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও একই জোটের জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ।

১ দিন আগে