আগস্টের শুরুতেই হতে পারে নির্বাচনের তারিখ ঘোষণা

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১১: ৩৩
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে অন্তর্বর্তী সরকার আগামী সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বলে জানিয়েছে সরকারের একাধিক সূত্র।

সূত্রমতে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানাতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সূত্রগুলো জানায়, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করবে সরকার।

ইসির কাছে সরকারের দিক থেকে এ সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহেই পৌঁছানো হবে।

এদিকে, আগামী ৫ আগস্টের মধ্যে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করার বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে।

এরই মধ্যে জুলাই সনদের একটি খসড়া প্রস্তুত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করার কথা জানিয়েছে কমিশন।

কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) নির্বাচনসহ বেশ কিছু দাবি সামনে এনেছে। তবে এটিকে সন্দেহের চোখে দেখেছে বিএনপি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে বিএনপিকে একমত হওয়ার আহ্বান

তিনি বলেন, আমরা গত ৫০ বছর ধরে দেখে এসেছি, বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের কারণেই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানো যায়নি। নির্বাচন কমিশনে যদি অতীতে দল নিরপেক্ষভাবে নিয়োগ করা হতো, তাহলে বাংলাদেশের ১৪, ১৮ এবং ২৪ এর মতো একতরফা বিনা ভোটের নির্বাচন সম্ভব হতো না। সেই নির্বাচন কমিশনার কিন্ত

১৮ ঘণ্টা আগে

ফলোআপ চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চিকিৎসকরা খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসা ফলোআপকে অত্যন্ত জরুরি হিসেবে বিবেচনা করছেন। ইতোমধ্যেই এই সফরকে কেন্দ্র করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় সহায়তার জন্য যোগাযোগ করেছে বিএনপি।

১৮ ঘণ্টা আগে

চিকিৎসকরা জুলাই গণঅভ্যুত্থানের নায়ক: প্রধান উপদেষ্টা

ড. ইউনূস বলেন, ‘যুদ্ধের সময়ও আহতদের চিকিৎসা বন্ধ হয় না এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অথচ জুলাইয়ের আন্দোলনে বাংলাদেশে তার ব্যতিক্রম হয়েছে। চিকিৎসকদের ওপর হামলা, হুমকি, এমনকি হাসপাতালে প্রবেশেও বাধা দেওয়া হয়েছে। তবুও যারা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন, তারাই এই জুলাইয়ের আসল নায়ক।’

১৮ ঘণ্টা আগে

'জুলাই আন্দোলন' কোনো একটি দল বা ছাত্র একা করেনি: ফখরুল

শিশু-বৃদ্ধ সবাই জুলাই অভ্যুত্থানে নেমে এসেছিলেন জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাই আন্দোলনে কোনো একটি দল বা ছাত্র একা আন্দোলন করেননি, বরং গোটা বাংলাদেশ নেমে এসেছিল। জুলাই আন্দোলনে যুবদলের শহীদ ৭৯ জন, ছাত্রদলের ১৪২ জন। যার যা অবদান আছে, তা তাকে দিতে হবে। সাদাকে সাদা, কালোক

১৮ ঘণ্টা আগে