জোটের প্রার্থীর প্রতীকও নিজ দলের— একমত নয় বিএনপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সালাহউদ্দিন আহমদ। ছবি: ফেসবুক থেকে

কোনো রাজনৈতিক জোটের হয়ে অংশ নিলেও নির্বাচনে দলের প্রতীকই ব্যবহার করতে হবে প্রার্থীকে— নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন সংশোধনীর সঙ্গে একমত নয় বিএনপি। এ সংশোধনী চূড়ান্ত হলে ছোট দলগুলো জোট করতে আগ্রহ হারাতে পারে বলে আশঙ্কা করছে দলটি।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলের এ অবস্থানের কথা তুলে ধরেন।

এর আগে বৃহস্পতিবার আরপিওর সংশোধনীর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সংশোধনী অনুযায়ী, এখন থেকে জাতীয় সংসদ নির্বাচনে একাধিক রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে অংশ নিলেও জোটভুক্ত দলের প্রার্থীদের নির্বাচনি প্রতীক হবে নিজ নিজ দলের প্রতীক।

সালাহউদ্দিন আহমদ বলেন, আরপিওর এ সংশোধনীর সঙ্গে বিএনপি একমত নয়। এতে ছোট দলগুলো জোটবদ্ধ হতে নিরুৎসাহিত হবে। আগে জোটভুক্ত হলে দলগুলো অন্য রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করতে পারত। এ বিধিতে অধিকাংশ দলের সম্মতি ছিল। আমরাও আশ্বস্ত ছিলাম। কিন্তু যেভাবে আরপিও (উপদেষ্টা পরিষদে) অনুমোদন পেল, তাতে আকারে ছোট দলগুলো জোটবদ্ধ হতে উৎসাহ পাবে না।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন, সংসদ নির্বাচন সামনে রেখে বড় জোট গঠনের প্রক্রিয়ায় রয়েছে বিএনপি। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের গড়ে তোলা দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও বিএনপির নির্বাচনি জোট নিয়ে আলোচনা রয়েছে রাজনৈতিক অঙ্গনে। এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, এনসিপির সঙ্গেও আমাদের রাজনৈতিক যোগাযোগ রয়েছে। তবে তাদের সঙ্গে জোট হবে কি না, সেটি এখনো নিশ্চিত নয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইসলামী আন্দোলনের সরে যাওয়ার বিষয়ে যা বলল জামায়াত

এদিকে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ১১ দলের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করবে না, এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে।

১০ ঘণ্টা আগে

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)’ আত্মপ্রকাশ করেছে। ‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’— স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি।

১১ ঘণ্টা আগে

১১ দলীয় জোট নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৭০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে দুজনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল হয়েছে। আমরা বাকি ২৬৮ জন প্রার্থীকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, তারা কেউ মনোনয়নপ

১৪ ঘণ্টা আগে

তারেক রহমানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের এক ভার্চুয়াল বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

১৪ ঘণ্টা আগে