নাশকতা সৃষ্টির জন্য ভারত থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনা : রিজভী

রাজশাহী ব্যুরো
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ২০: ২১

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা—সব এখন আওয়ামী লীগের হাতে। সেই টাকা দিয়েই তারা দেশে নাশকতা তৈরি করছে, চোরা রাস্তা বানাচ্ছে। এমনকি নাশকতা সৃষ্টির জন্য ভারত থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ২০২৯ সালে নির্বাচন হবে—এ কথা যারা বলছেন, তারা আসলে ফ্যাসিবাদের কণ্ঠস্বর উচ্চারণ করছেন। প্রশাসন বিএনপি বা ছাত্রদলের কাউকে দেখলেই হামলে পড়ছে। পলাতক নেতারা কখনও সুস্থ চিন্তা করতে পারে না; তারা একটার পর একটা কুচিন্তা ও ষড়যন্ত্র করতেই ব্যস্ত।

তিনি আরও বলেন, আমরা ড. ইউনুসকে (অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা) বলেছি—যারা দোসর আছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে; কিন্তু তারা সামগ্রিকভাবে সেটা পারেননি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, রাকসু নির্বাচন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এখন বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের পরিবেশ তৈরি হয়েছে, যা গত ১৬-১৭ বছরে দেখা যায়নি। ফ্যাসিবাদের ছোবলে বিশ্ববিদ্যালয়গুলো আক্রান্ত হয়েছিল, যেখানে ছাত্রদল সহপাঠীদের সঙ্গে বসতেও পারত না।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদলের কেন্দ্রীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপির উন্নয়ন পরিকল্পনায় জনসম্পৃক্ততা বাড়াতে হবে: তারেক রহমান

তিনি বলেন, সামনের যুদ্ধটা অনেক কঠিন। ঐক্যবদ্ধ না হতে পারলে সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। আন্দোলনের সময় যেমন জনগণকে বুঝিয়েছিলে, তেমনি দেশ গড়ার পরিকল্পনা সম্পর্কেও তাদের বোঝাতে হবে, সম্পৃক্ত করতে হবে। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন সম্ভব নয়।

১০ ঘণ্টা আগে

মানুষের ভালোবাসা ও দোয়ায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন : ফারুক

জয়নুল আবদিন ফারুক বলেন, এ দেশের মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, আমরা সত্যিই আপ্লুত। মানুষের ভালোবাসা ও দোয়ায় বেগম জিয়া অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। এই সংকটকালীন সময়ে দেশ ও গণতন্ত্রের জন্য তার উপস্থিতি অত্যন্ত জরুরি।

১০ ঘণ্টা আগে

আপাতত লন্ডন নেওয়া হচ্ছে না খালেদা জিয়াকে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের ব্যবস্থা করা এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না। ফলে আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া। এ ছাড়া তার সিটিস্ক্যানসহ কয়েকটি পরীক্ষার রিপোর্ট ভালো আসায় তাকে দেশে রেখেই সুস্থ করা এবং বিদেশে না নেওয়ার চিন্তা তার চিকিৎসায় গঠিত মেডি

১২ ঘণ্টা আগে

'নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম ব্যবসা করে'

জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

১৩ ঘণ্টা আগে