নাশকতা সৃষ্টির জন্য ভারত থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনা : রিজভী

রাজশাহী ব্যুরো
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ২০: ২১

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা—সব এখন আওয়ামী লীগের হাতে। সেই টাকা দিয়েই তারা দেশে নাশকতা তৈরি করছে, চোরা রাস্তা বানাচ্ছে। এমনকি নাশকতা সৃষ্টির জন্য ভারত থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনা।

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে ২০২৯ সালে নির্বাচন হবে—এ কথা যারা বলছেন, তারা আসলে ফ্যাসিবাদের কণ্ঠস্বর উচ্চারণ করছেন। প্রশাসন বিএনপি বা ছাত্রদলের কাউকে দেখলেই হামলে পড়ছে। পলাতক নেতারা কখনও সুস্থ চিন্তা করতে পারে না; তারা একটার পর একটা কুচিন্তা ও ষড়যন্ত্র করতেই ব্যস্ত।

তিনি আরও বলেন, আমরা ড. ইউনুসকে (অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা) বলেছি—যারা দোসর আছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে; কিন্তু তারা সামগ্রিকভাবে সেটা পারেননি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, রাকসু নির্বাচন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। এখন বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের পরিবেশ তৈরি হয়েছে, যা গত ১৬-১৭ বছরে দেখা যায়নি। ফ্যাসিবাদের ছোবলে বিশ্ববিদ্যালয়গুলো আক্রান্ত হয়েছিল, যেখানে ছাত্রদল সহপাঠীদের সঙ্গে বসতেও পারত না।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদলের কেন্দ্রীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় দলগুলো: বিএনপি

খন্দকার মোশাররফ বলেন, প্রায় এক বছরব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে 'নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী সেই সনদ বাস্তবায়নে সব পক্ষ অঙ্গীকারবদ্ধ থাকে।

১১ ঘণ্টা আগে

বিএনপির ফাঁকা রাখা ঢাকা-৯ আসনে তাসনিম জারা

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দেওয়া এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে তিনি লিখেন, ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও, মুগদা, সবুজবাগ, মান্ডা)।

১১ ঘণ্টা আগে

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল

ফখরুল বলেন, ‘দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত বিষয়গুলো চাপিয়ে দিতে চাইলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে।’

১১ ঘণ্টা আগে

বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে আগ্রহী জাতীয় পার্টি

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বিবিসি বাংলাকে বলেন, "জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে সেক্ষেত্রে জাতীয় পার্টিরও যেমন আসন সংখ্যা বাড়বে, তেমনি যে দলের সাথে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে"।

১৩ ঘণ্টা আগে