শাপলা না পেলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপি নেতার

ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ না পায়, তাহলে কঠোর আন্দোলনে যাবে এবং প্রয়োজন হলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার মতো কর্মসূচি দেওয়া হতে পারে—হুঁশিয়ারি দিয়েছেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় বাউফল হাসপাতাল রোডস্থ ফরিদ উদ্দিন প্লাজায় এনসিপি বাউফল উপজেলা অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে শাহিন এই মন্তব্য করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের দলের নেতারা উপস্থিত ছিলেন।

শাহিন বলেন, “এনসিপি প্রতিষ্ঠার পর থেকেই আমরা এমন একটি প্রতীক চাইছি যা জনগণের কাছে সহজে গ্রহণযোগ্য ও শনাক্তযোগ্য হবে। তাই ‘শাপলা’ আমরা প্রতীক হিসেবে গ্রহণ করেছি। ইসির রাজনৈতিক প্রভাবে শাপলা প্রতীক না দেওয়া হলে আমরা শান্তিপূর্ণ কিন্তু কঠোর আন্দোলনে যাবো। প্রয়োজন হলে ইসিকে ঘেরাওও করা হবে।”

তিনি আরও অভিযোগ করেন, শাপলা প্রতীক বরাদ্দে স্বচ্ছতার অভাব রয়েছে এবং কিছু ক্ষেত্রে পক্ষপাত লক্ষ্য করা যাচ্ছে, যা আইন ও ন্যায়ের পরিপন্থী এবং জনগণের কাছে অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, নির্বাচন কমিশন নবগঠিত দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টিকে প্রাথমিকভাবে গ্রহণযোগ্য ঘোষণা করেছিল এবং ইসি ৭ অক্টোবরের মধ্যে প্রতীক বেছে নিতে জানিয়েছে। তবে ইসির প্রদত্ত তালিকায় ‘শাপলা’ প্রতীকটি নেই—এ কারণেই এনসিপির মধ্যে প্রতীক বরাদ্দ নিয়ে তর্ক সৃষ্টি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

তারেক রহমানের হাত ধরে গণতান্ত্রিক যাত্রায় এগিয়ে যাবে দেশ : ফখরুল

বাদ জুমা শেরেবাংলা নগরে বাবার সমাধিতে যাওয়ার কথা তারেক রহমানের। এ উপলক্ষ্যে সমাধি এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৭ ঘণ্টা আগে

দেশের মানুষ বিভ্রান্ত নয়, সুযোগ পেলে রায় দেয়: গয়েশ্বর

বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদ ও আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে দলের নেতাকর্মীরা সকাল থেকে স্মৃতিসৌধের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হচ্ছেন।

১৭ ঘণ্টা আগে

স্মৃতিসৌধে পৌঁছাতে পারেননি তারেক রহমান, তার পক্ষে নেতাদের শ্রদ্ধা

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাধারণত সূর্যাস্ত পর্যন্ত স্মৃতিসৌধ শ্রদ্ধা জানানোর জন্য খোলা থাকে। তারেক রহমান সময়ের সঙ্গে পেরে ওঠেননি। সে কারণে সূর্যাস্তের আগে আগে বিকেল ৫টা ৬ মিনিটে তার পক্ষে সিনিয়র নেতাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন করেছে।

১৯ ঘণ্টা আগে

বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

দীর্ঘ প্রায় দেড় যুগ পর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের শীর্ষ নেতাদের নিয়ে বাবার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন তিনি। পরে কিছু সময় বাবার কবরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকেন।

১৯ ঘণ্টা আগে