৪১ পদে ভোট, কত সময় লাগছে একেকজন ভোটারের?

ঢাবি প্রতিনিধি
টিএসসি ভোটকেন্দ্রে রোকেয়া হলের ভোটারদের দীর্ঘ লাইন। ছবি: ফোকাস বাংলা

ডাকসু নির্বাচনে ২৮টি, এর সঙ্গে হল সংসদে আরও ১৩টি— সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলমান ভোট উৎসবে একেকজন ভোটারকে দিতে হচ্ছে ৪১টি করে ভোট। এতগুলো করে ভোট দিতে একেকজন ভোটারের কতক্ষণ করে সময় লাগছে? নির্বাচন কমিশন যে একেকজন ভোটারের জন্য গড়ে ১০ মিনিট করে সময় হিসাব করেছে, সে সময়ের মধ্যে ভোট দেওয়া সম্ভব হচ্ছে?

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনের একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৬ থেকে ৮ মিনিটের মধ্যেই তারা গোটা ভোট প্রদান প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারছেন।

ভোটাররা বলছেন, কোন পদে কাকে ভোট দেবেন সেটি আগে থেকেই ঠিক করা থাকলে ভোট দিতে খুব একটা বেগ পেতে হচ্ছে না, সময়ও লাগছে কম। সেটি ৬ মিনিটের মধ্যেই শেষ করা সম্ভব হচ্ছে। বুথে গিয়ে প্রার্থী নির্ধারণ করে ভোট দিতে সময় লাগছে একটু বেশি। তবে সেটিও ৮ মিনিটের বেশি নয় বলেই জানাচ্ছেন ভোটাররা।

বিজয় ৭১ হলের আবাসিক শিক্ষার্থী তরিকুল ইসলাম রাজনীতি ডটকমকে বলেন, আমার ভোট দিতে ৬-৭ মিনিট লেগেছে। দুয়েকজনের কাছে শুনেছি, ৭-৮ মিনিট করে লাগছে। আমার মনে হয় না এর চেয়ে বেশি সময় কারও লাগছে ভোট দিতে।

ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশন বলছে, তারা একেকজন ভোটারের ভোট দিতে গড়ে ১০ মিনিট করে সময় হিসাব করেছে। এই সময়ের মধ্যে ভোটাররা ভোট দিতে পারলে নির্ধারিত সময়ের মধ্যে সব ভোটার ভোট দিতে পারবেন।

নির্বাচন কমিশনের হিসাবকে যৌক্তিকই মনে করছেন হাজী মুহাম্মদ মুহসিন হলের আবাসিক শিক্ষার্থী মামুন সরকার।

রাজনীতি ডটকমকে তিনি বলেন, পদ সংখ্যা অনেক হলেও সবাই কমবেশি আগে থেকেই নির্ধারণ করে রেখেছেন কোন পদে কাকে ভোট দেবেন। সেক্ষেত্রে ভোট দিতে খুব বেশি যে সময় লাগছে, তেমন না। নির্ধারিত সময়ের মধ্যেই আমরা ভোট দিতে পারছি। ভোট দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হয়নি আমাকে। অন্য কারও কাছ থেকেও সমস্যার কথা শুনিনি।

এদিকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের টিএসসি ভোটকেন্দ্রে প্রথম ঘণ্টায় ৭৬০টির মতো ভোট পড়েছিল বলে জানিয়েছেন কেন্দ্রপ্রধান অধ্যাপক নাসরিন সুলতানা। কেন্দ্রটিতে ভোটার রয়েছেন পাঁচ হাজার ৬৬৫ জন।

নাসরিন সুলতানা বলেন, ১৯টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রথম ঘণ্টায় একেকটি বুথে গড়ে ৪০ জন করে ভোট দিয়েছে। সে হিসাবে এক ঘণ্টায় ৭৬০টির মতো ভোট পড়েছে বলে মনে করছি। এমন গতি অব্যাহত থাকলে বিকেল ৪টার আগেই ভোট গ্রহণ শেষ হবে বলে মনে করছি।

নাসরিন সুলতানার প্রথম ঘণ্টার ভোটের তথ্য হিসাব করলে দেখা যায়, আট ঘণ্টায় ছয় হাজারের বেশি ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, যা এই কেন্দ্রের মোট ভোটারের চেয়ে বেশি।

ছয় বছর পর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা প্রায় ৪০ হাজার। ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী হয়েছেন। অন্যদিকে ১৮টি হলের প্রতিটিতে ১৩টি করে পদের বিপরীতে মোট এক হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

লেবার পার্টিকে নিয়ে ১১ দলীয় জোটের পথে জামায়াত

বিএনপির সঙ্গে আসন বণ্টন নিয়ে অসন্তুষ্ট থাকা লেবার পার্টি জামায়াতের হাত ধরায় এই জোটের শক্তি আরও বাড়ল বলে ধারণা করা হচ্ছে। মূলত প্রার্থিতা প্রত্যাহারের শেষ মুহূর্তে এসে নিজেদের রাজনৈতিক অবস্থান সুসংহত করতেই ছোট দলগুলো নতুন করে এই মেরুকরণে সামিল হচ্ছে।

৪ ঘণ্টা আগে

আজ থিম সং লঞ্চ করবে এনসিপি, কাল থেকে ১২ দিনের পদযাত্রা

‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে ভোট চাইতে আগামীকাল রোববার থেকে সারা দেশে ১২ দিনব্যাপী নির্বাচনী পদযাত্রার ঘোষণা দিয়েছে এনসিপি।

৪ ঘণ্টা আগে

নির্বাচনী প্রচারণায় পরস্পরবিরোধী বক্তব্য বিএনপি-জামায়াতের, কী বার্তা দিচ্ছে?

তবে প্রচারণায় দুই দলের নেতাদের বক্তব্যে বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি ও জামায়াত বাংলাদেশের পুরোনো রাজনৈতিক ধারা মেনেই নিজেদের জয় সুনিশ্চিত করতে চাইছে। এজন্য তারা চিরচেনা বাকযুদ্ধে লিপ্ত হচ্ছে এবং সামনের দিনগুলোতে এই প্রবণতা আরও বাড়তে পারে।

১৬ ঘণ্টা আগে

গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের প্রতিনিধি নির্বাচন করুন : তারেক রহমান

নিজের পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। পাশাপাশি যুবকদের জন্য প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে তারা দেশে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে, বিদেশে দক্ষ শ্রমিক হিসেব

১৬ ঘণ্টা আগে