এনসিপি ছেড়ে ২ সপ্তাহ পর বিএনপিতে মীর আরশাদুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৪
বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ২ সপ্তাহ পর দলটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

এ দিন দুপুর ২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির এই সাবেক নেতা। এরপর তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।

এ সময় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৫ ডিসেম্বর মীর আরশাদুল হক নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নির্বাচন থেকেও সরে দাঁড়ান।

পদত্যাগের কারণ হিসেবে তিনি ওই পোস্টে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে এনসিপি ব্যর্থ হয়েছে এবং দলটি বর্তমানে ‘ভুল পথে’ পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই।’

ফেসবুক পোস্টে এনসিপির এই সাবেক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অন্যান্য দল যখন ধর্ম ও পপুলিজমকে পুঁজি করছে, তখন তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ নিয়ে একটি ‘ক্লিয়ার ভিশন’ জাতির সামনে তুলে ধরেছেন। তারেক রহমানের এই ‘স্মার্ট অ্যাপ্রোচ’-এ আকৃষ্ট হয়েই তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এ ছাড়া তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পপুলিজম বা হুজুগে প্রভাবিত না হয়ে দেশের সামগ্রিক স্বার্থে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সবার এগিয়ে আসা উচিত।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করুন : সিপিবি

এর আগে অস্থায়ী বেদীতে সিপিবিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়। সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও মোহাম্মদ শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান প্রমুখ।

২১ ঘণ্টা আগে

৫ নেতাকে সুখবর দিল বিএনপি

ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য যশোর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে শরফুল্লাহ, ময়মনসিংহ জেলাধীন হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ, শেরপুর জেলাধীন নকলা উপজেলা বিএনপির সদস্য মো. দেওয়ান গোলাম মামুন ও মো. রেজাউল করিমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে

২১ ঘণ্টা আগে

আমি আপনাদেরই সন্তান, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি।’

১ দিন আগে

ইসির আচরণে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে: রিজভী

নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব পালনে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসির এমনভাবে কাজ করা উচিত, যাতে নির্বাচন নিয়ে কোনো ধরনের সন্দেহ বা প্রশ্নের অবকাশ না থাকে। কিন্তু কমিশনের বিভিন্ন আচরণে সেই নিরপেক্ষতা নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে।

১ দিন আগে